• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

পৃথক ভূমি কমিশন গঠনের দাবি আদিবাসীদের

স্টাফ রিপোর্টার, রাজশাহী, আরটিভি নিউজ

  ০২ ডিসেম্বর ২০২০, ১৫:২৮
Indigenous people demanded, the formation of a separate, rtv news
রাজশাহী

রাজশাহীতে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তিপূর্ণ বাস্তবায়ন এবং সমতল আদিবাসীদের জন্য পৃথক স্বাধীন ভূমি কমিশনের দাবিতে আদিবাসী ছাত্র পরিষদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বেলা ১১টায় রাজশাহীর জিরো পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ২৩ বছর অতিবাহিত হলেও পার্বত্য শান্তি চুক্তি সম্পূর্ণ হয়নি। কিন্তু একের পর এক আদিবাসীদের জায়গা-জমি দখল হচ্ছে। তাদের নির্যাতন করা হচ্ছে। পৃথক ভূমি কমিশন গঠনের কথা বলা হলেও তা বাস্তবায়ন হয়নি।

মানববন্ধনে অনতিবিলম্বে পার্বত্য শান্তি চুক্তি ও পৃথক ভূমি কমিশন গঠনের দাবি জানানো হয়।

আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি নকুল পাহানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, রাজশাহী মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংবাদিক মোস্তাফিজুর রহমান খান, সাংবাদিক ও কলামিস্ট প্রশান্ত কুমার শাহা, আদিবাসী ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক তরুণ মুণ্ডা, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক গণেশ মাঝি ও দপ্তর সম্পাদক সুভাস চন্দ্র হেমব্রম।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ
রাজশাহীতে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়
চতুর্থ ধাপের উপজেলা নির্বাচন ৫ জুন
পদ্মায় গোসলে নেমে ৩ কিশোরের মৃত্যু
X
Fresh