• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

চোখে মরিচের গুঁড়ো দিয়ে সাংবাদিকের টাকা ছিনতাই

আরটিভি নিউজ

  ০১ ডিসেম্বর ২০২০, ২২:১৫
The journalist's money was snatched by throwing pepper powder in his eyes in Maghbazar
সাংবাদিক মিথুন চৌধুরী

রাতে রাজধানীর মগবাজার রেললাইন ধরে বাসায় ফেরার পথে আরটিভি’র সাংবাদিক মিথুন চৌধুরীর চোখে মরিচের গুঁড়ো ছুঁড়ে পকেটের টাকা নিয়ে গেছে ছিনতাইকারী। ভুক্তভোগী মিথুন চৌধুরী মগবাজার এলাকাতেই থাকেন। গতকাল সোমবার (৩০ নভেম্বর) রাত ১১টার দিকে তিনি ছিনতাইকারীদের কবলে পড়েন।

মিথুন চৌধুরী বলেন, হঠাৎ পেছন থেকে এসে কেউ আমার চোখে শুকনো মরিচের গুঁড়ো ছিটিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আমার পকেটে থাকা ১৫ হাজার টাকা কেড়ে নেয়। প্যান্টের অন্য পকেটে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলেও আমার বাধার মুখে ব্যর্থ হয়। তাৎক্ষণিকভাবে চিৎকার করে ছিনতাইকারীকে ধরার চেষ্টা করলেও ধরা সম্ভব হয়নি। এরপর মগবাজার রেলক্রসিংয়ের কাছে এক দোকানে গিয়ে চোখে মুখে পানি দিয়ে চোখেল জ্বালাপোড়া কমানোর চেষ্টা করি। ওই সময় আশপাশে অনেকে চলাচল করলেও আমার চিৎকারে কেউ এগিয়ে আসেননি।

সালাউদ্দিন সাগর নামের স্থানীয় এক বাসিন্দা জানান, প্রায় সময়ই সন্ধ্যায় মগবাজার রেললাইনকে কেন্দ্র করে ছিনতাইকারীরা তাদের অপকর্মে মেতে উঠে। সেখানে নেই পর্যাপ্ত আলোর ব্যবস্থা। এছাড়াও এলাকায় প্রায়ই ছোটখাটো চুরির ঘটনা ঘটে। এলাকায় নামে মাত্র পুলিশি টহল দেখা যায়, এটি একরকম নিস্ক্রিয়তা। ওই টহলে মানুষ নিরাপদ বোধ করছে না। এমন পরিস্থিতিতে র‌্যাব-পুলিশের তৎপরতা বাড়ানো জরুরী হয়ে পড়েছে।

এ বিষয়ে হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) মহীউদ্দিন ফারুক বলেন, আমরা ছিনতাইয়ের ঘটনাটি শোনার সাথে সাথে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। পুরো ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ছিনতাইকারীদের অপকর্ম কোনোভাবেই ছাড় দেওয়ার সুযোগ নেই। এই অপরাধমূলক কর্মকাণ্ডের পেছনে যদি কেউ ইন্ধন দিয়ে থাকে তাকেও আইনে আওতায় আসতে হবে।

কেএফ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মগবাজারে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু
মাথায় ইট পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, হাইকোর্টের রুল
X
Fresh