• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

‘এখন পরিবারের সবাই আমরা আওয়ামী লীগ করি’

টাঙ্গাইল(দক্ষিণ) প্রতিনিধি

  ০১ ডিসেম্বর ২০২০, ২০:৪২
‘এখন পরিবারের সবাই আমরা আওয়ামী লীগ করি’

টাঙ্গাইলের সখীপুরে বিএনপির এক নেতার ছেলেকে যুবলীগের সাধারণ সম্পাদক মনোনীত করা নিয়ে চলছে নানামুখী আলোচনা সমালোচনা। দীর্ঘদিনের ত্যাগী কর্মীরা পদ না পাওয়ায় তারা ক্ষুব্ধ হয়ে জেলা যুবলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের কাছে বিষয়টি তুলেও ধরেছেন।

উপজেলা যুবলীগের নেতারা জানান, গত ২২ নভেম্বর উপজেলার তক্তারচালা সবুজ বাংলা উচ্চবিদ্যালয় মাঠে ৫ নম্বর হাতীবান্ধা ইউনিয়ন যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মজিবর রহমানের ছেলে শহীদুর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। বিএনপির নেতার ছেলেকে সংগঠনের গুরুত্বপূর্ণ পদ দেয়ায় ত্যাগী নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা ওই পদের পরিবর্তন চেয়ে জেলা যুবলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের কাছে অভিযোগ দিয়েছেন।

ওই সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছিলেন আল আমিন, শরীফুল ইসলাম ও লিয়াকত সিকদার। তাদের একজন আল আমিন এ বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে ছাত্রলীগের কর্মী ছিলাম। এখন যুবলীগের কর্মী হিসেবে মাঠে-ময়দানে কাজ করছি। অথচ সম্মেলনে অজ্ঞাত কারণে ওয়ার্ড বিএনপির সভাপতির ছেলেকে যুবলীগের সাধারণ সম্পাদক করেছে। আমরা এর প্রতিবাদ ও নিন্দা জানাই।’

অবশ্য হাতীবান্ধা ইউনিয়ন যুবলীগের নবনির্বাচিত এই সাধারণ সম্পাদক শহীদুর রহমান বলেন, ‘আমার বাবা তিন বছর আগে ওয়ার্ড বিএনপির সভাপতির পদ ছেড়ে দিয়ে উপজেলা তাঁতী লীগের সভাপতি হয়েছেন। এখন আমরা পরিবারের সবাই আওয়ামী লীগ করি। আমি ছাত্রলীগ করেছি।’

হাতীবান্ধা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বিএনপির সভাপতি মজিবর রহমান বলেন, ‘আগে বিএনপি করেছি, এখন আমি তাঁতী লীগের উপজেলা কমিটির সভাপতি।’

উপজেলা বিএনপির সভাপতি শাজাহান সাজু বলেন, ‘মজিবর ভাই দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতি করছেন। সবশেষ ২০১৭ সালের ১১ মার্চে অনুমোদিত কমিটিতে তিনি সভাপতি পদেই রয়েছেন।’

উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন বলেন, ‘আমার জানামতে উপজেলায় তাঁতী লীগের কোনও কমিটি নেই, অতীতেও ছিল না। অতএব মজিবর রহমান উপজেলা তাঁতী লীগের সভাপতি, এ তথ্য সত্য নয়।

উপজেলা যুবলীগের আহ্বায়ক এম এ ছবুর বলেন, বাবা বিএনপি করেন, এটা দোষের কিছু নয়। এছাড়া শহীদুর রহমান আগের কমিটিতেও যুবলীগের সদস্য ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে ছাত্রলীগ-যুবলীগ করে আসছেন।

জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিক বলেন, ‘সখীপুরের হাতীবান্ধা ইউনিয়ন যুবলীগের কমিটি নিয়ে মৌখিক অভিযোগ পেয়েছি। আনুষ্ঠানিক অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডিজিটাল সুরক্ষা প্রশিক্ষণে সনদ পেলেন ২৫ নারী সাংবাদিক ও রাজনীতিবিদ
‘ভারত বর্জনের ডাকে পাকিস্তান আমলের রাজনীতি চালুর চেষ্টা চলছে’
রাজনীতিতে সক্রিয় হওয়া নিয়ে যা বললেন ফখরুল
সাকিব ও আমাকে নিয়ে মনের মাধুরী মিশিয়ে সংবাদ করা হচ্ছে : মেজর হাফিজ
X
Fresh