• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

‘বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কটূক্তিকারীদের গ্রেপ্তার করতে হবে’

স্টাফ রিপোর্টার, রাজশাহী, আরটিভি নিউজ

  ০১ ডিসেম্বর ২০২০, ২০:২৮
'Those who insulted, Bangabandhu's sculpture, rtv news
রাজশাহী

বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কটূক্তিকারীদের গ্রেপ্তার ও শাস্তি প্রদান এবং ধর্মের পবিত্রতা রক্ষার্থে ধর্মীয় রাজনীতি নিষিদ্ধের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ ও পতাকা মিছিল করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটিসহ বিভিন্ন সংগঠন।

আজ মঙ্গলবার সাড়ে তিনটার দিকে আলুপট্টি বঙ্গবন্ধু চত্বরে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

পরে সেখান থেকে পতাকা মিছিল বের করে মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষীণ করে সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা ধর্মীয় রাজনীতি নিষিদ্ধের দাবি জানান; এবং অবিলম্বে ধর্মের অপব্যবহারকারীদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবি জানান। বক্তারা বলেন, ধর্মের অপব্যাখ্যা দিয়ে সুবিধাবাদী গোষ্ঠী বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অপসারণের দাবি তোলেন। অথচ ধর্মের কোথাও ভাস্কর্যের বিরুদ্ধে কোনও কথা বলা হয়নি। সুবিধাবাদীগোষ্ঠী অপব্যাখ্যা দিয়ে আসলে বাংলাদেশের সংস্কৃতি ও গৌরবোজ্জ্বল ইতিহাস ভুলিয়ে দিতে চাই। তাদের এই হুমকির জবাব দিতে হবে এবং হুমকিদাতাদের আইনের আওতায় আনা উচিত।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী : অর্থমন্ত্রী
ভোট দিতে পারছেন না একঝাঁক তারকা
চুয়াডাঙ্গায় অপহৃত শিশু সিরাজগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ১ 
রাজধানীতে গ্রেপ্তার ২৭
X
Fresh