• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

নাটোর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০১ ডিসেম্বর ২০২০, ১৮:২৬
Murder of a housewife, for demanding dowry, rtv news
আদালত

নাটোরে যৌতুকের দাবিতে গৃহবধূ ফাতেমা আক্তারকে হত্যা মামলায় স্বামী রুবেল হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ সময় তাকে আরও এক লাখ টাকা জরিমানা করা হয়।

আজ মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ইমদাদুল হক এই রায় দেন।মৃত্যুদণ্ডপ্রাপ্ত রুবেল হোসেন নাটোরের বড়াইগ্রাম উপজেলার শিবপুর গ্রামের খোকন মুন্সির ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, ২০১৭ সালে ২৭ জুন রুবেল ও ফাতেমার বিয়ে হয়। বিয়ের এক মাসের মাথায় ২ লাখ টাকা যৌতুকের দাবিতে গৃহবধূ ফাতেমাকে শারীরিক ও মানসিক নির্যাতন চালায় রুবেল। এরই ধারাবাহিকতায় ২৬ সেপ্টেম্বর রাতে রুবেল তার সহযোগীদের সহায়তায় ফাতেমাকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করে। এই ঘটনায় নিহতের বোন আকলিমা মামলা দায়ের করলে সাক্ষ্যপ্রমাণ গ্রহণ ও বিচারিক কার্যক্রমশেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ইমদাদুল হক আসামি রুবেলকে মৃত্যুদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানার রায় দেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজশাহী নগরীর নিউ মার্কেটের একটি দোকানে আগুন
রাজশাহীতে ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩
মন্ত্রীর আত্মীয় বলে ছাড় পাবে না : পলক
X
Fresh