• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধ খুন, গ্রেপ্তার ৪

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০১ ডিসেম্বর ২০২০, ১৭:৪৭
Old man murdered in Brahmanbaria, rtv news
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়া শহরের পূর্ব মেড্ডায় সুদের টাকা পাওনা নিয়ে পিটিয়ে মারা হয়েছে এক বৃদ্ধকে। গতকাল সোমবার রাতের এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।

এর আগে নিহতের পরিবারের পক্ষ থেকে তার ছেলে হুমায়ন কবির বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃতরা হলো মনির হোসেন, তার স্ত্রী আসমা বেগম, মশিউর রহমান অর্জুন ও তার স্ত্রী খাদিজা আক্তার।

গতকাল সোমবার রাত আটটায় শহরের পূর্বমেড্ডা স্কুল মসজিদসংলগ্ন এলাকায় বৃদ্ধ আবদুল মালেককে হত্যার ঘটনা ঘটে। নিহত মালেক ওই এলাকার কাশেম আলীর ছেলে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, তিন বছর আগে মালেকের ছেলে শরীফ ব্যবসা করতে সুদে এক লাখ টাকা নেন মনিরের কাছ থেকে। প্রতি মাসে সেই টাকার সুদ নিয়ে আসছে মনির।

সুদের এই টাকা নিয়ে গতকাল সোমবার রাতে মালেকের ওপর হামলা করে মনির ও তার লোকজন। গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুল হক মালেককে মৃত ঘোষণা করেন। এদিকে হত্যার ঘটনার প্রতিবাদের এলাকাবাসী মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নওগাঁয় চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার, গ্রেপ্তার ৩
চুয়াডাঙ্গায় অপহৃত শিশু সিরাজগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ১ 
রাজধানীতে গ্রেপ্তার ২৭
তীব্র তাপপ্রবাহ বইছে চার জেলায়, বাড়বে অস্বস্তি
X
Fresh