• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

শহীদ মিলনের মা ঢাকা মেডিকেলে দুটি ডায়ালাইসিস মেশিন দিলেন

আরটিভি নিউজ

  ০১ ডিসেম্বর ২০২০, ১৩:৪৭
Shahid Milon's mother donated, two dialysis machines to Dhaka Medical, rtv news
ছবি সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালকে দুটি ডায়ালাইসিস মেশিন দিয়েছেন নব্বইয়ের গণঅভ্যুত্থানে শহীদ ডা. শামসুল আলম খান মিলনের মা।

ঢাকা মেডিকেল কলেজের পরিচালক নাজমুল হক গতকাল সোমবার গণ্যমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, দরিদ্র ও দুস্থদের সাহায্যের জন্য এ মেশিন দেয়া হয়েছে।

সন্ত্রাসীদের গুলিতে ১৯৯০ সালের ২৭ নভেম্বর নিহত হন মিলন। ডা. মিলনের মৃত্যুর মধ্য দিয়েই গণঅভ্যুত্থানে নতুন গতি পায়। এরপর থেকেই দিনটি শহীদ ডা. মিলন দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

মিলনের মৃত্যুর পরেই তার মা ছেলের নামে শহীদ ডা. শামসুল আলম খান মিলন মানবকল্যাণ পরিষদ গঠন করেন। এই পরিষদের পক্ষ থেকেই ঢাকা মেডিকেল কলেজ নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) এবং নেফ্রোলজি ডায়ালাইসিস ইউনিটে দুটি ডায়ালাইসিস মেশিন দেয়া হয়েছে। কথা রয়েছে দুয়েক দিনের মধ্যেই হাসপাতালে এই মেশিনগুলো চালু করা হবে।

গেলো রোববার ডায়ালাইসিস মেশিন হস্তান্তরের বিষয়ে চুক্তি সই হয়। অনুষ্ঠানে সেলিনা আক্তার ছাড়াও উপস্থিত ছিলেন ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেডের সমরাস্ত্র প্রদর্শনীতে অংশগ্রহণ
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর
চাকরির সুযোগ দেবে ইবনে সিনা, নেবে একাধিক
X
Fresh