• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বান্দরবানে ২৮ স্বর্ণের বারসহ স্বামী-স্ত্রী আটক

বান্দরবান প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০১ ডিসেম্বর ২০২০, ০৯:০২
Husband and wife detained in Bandarban with 26 gold bars
বান্দরবানে ২৮ স্বর্ণের বারসহ স্বামী-স্ত্রী আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার আশারতলী সীমান্ত এলাকায় ২৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে নাইক্ষংছড়ি উপজেলার প্রধানঝিরি এলাকায় স্বর্ণের বারসহ পাচারকারীদের দুই সদস্যকে আটক করে পুলিশ।
আটকৃকতরা হলেন মো. ফারুক ও তার স্ত্রী মরিয়ম খাতুন। তারা দুজনই স্বামী-স্ত্রী। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য প্রায় ৪০ কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।

নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ জানান, সোমবার রাতে পুলিশের অভিযানে নাইক্ষ্যংছড়ির সীমান্তে আশারতলী পয়েন্ট দিয়ে চোরাইপথে আসার সময় ২৮টি স্বর্ণের বারসহ দুইজনকে আটক করা হয়। আটককৃতরা স্বর্ণের বারগুলো চোরাইপথে মিয়ানমার থেকে বাংলাদেশে নিয়ে আসছিল।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বর্ণের বারগুলো মিয়ানমার থেকে চোরাইপথে পাচার হয়ে বাংলাদেশ সীমান্তে আসার পথে জব্দ করা হয়। তারা স্বর্ণের বারগুলো মিয়ানমার থেকে পাচার করে বাংলাদেশে নিয়ে আসছিল।
পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদপুরে ২২ জেলে আটক, ১৩ জনের কারাদণ্ড 
পাবিপ্রবি ছাত্রীর আত্মহত্যা, স্বামী আটক
বিচারপতির স্বাক্ষর জালিয়াতি, আটকে গেল মেয়রের জামিন
কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, চোরাকারবারি আটক
X
Fresh