• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

সড়কে রাখা নির্মাণসামগ্রী নিলামে উঠবে, জেল-জরিমানাও হতে পারে

আরটিভি নিউজ

  ৩০ নভেম্বর ২০২০, ২০:২০
Construction materials kept on the road will be auctioned, there could be jail-fines
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) লোগো

সড়কে রাখা নির্মাণসামগ্রী অপসারণে আগামী ১ ডিসেম্বর থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আজ সোমবার (৩০ নভেম্বর) ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কথা জানানো হয়।

ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ ১ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত (শুক্র-শনি ও ছুটির দিন ব্যতীত) অভিযান পরিচালনা করা হবে।

অভিযান প্রসঙ্গে রাসেল সাবরিন বলেন, হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ডিএসসিসির মেয়রের নির্দেশে আগামী ১ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত প্রাথমিকভাবে আমরা অভিযান পরিচালনা করবো। অভিযানে প্রয়োজন অনুসারে জেল-জরিমানা ও স্পট নিলামের মাধ্যমে নির্মাণসামগ্রীর মালিক ও অবৈধভাবে রাস্তা দখল করে রাখা এসব নির্মাণসামগ্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ডিএসসিসির আওতাভূক্ত এলাকায় অবৈধভাবে সড়কের ওপর নির্মাণসামগ্রী রাখার মাধ্যমে যানজট সৃষ্টি ও জনগণের স্বাভাবিক চলাফেরায় প্রতিবন্ধকতা সৃষ্টি করায় এই ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কেএফ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh