• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

বেসরকারি ক্লিনিকে অভিযান, ৭৫ হাজার টাকা জরিমানা

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩০ নভেম্বর ২০২০, ১৯:৩৬
বেসরকারি ক্লিনিকে অভিযান, ৭৫ হাজার টাকা জরিমানা
বেসরকারি ক্লিনিকে অভিযান, ৭৫ হাজার টাকা জরিমানা

নওগাঁর সাপাহারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনাকালে ৪টি বেসরকারি ক্লিনিককে ৭৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার (৩০ নভেম্বর) বেলা ১২টা থেকে ৩টা পর্যন্ত উপজেলা সদরে অবস্থিত বিভিন্ন বেসরকারি ক্লিনিকগুলোতে এ অভিযান চালানো হয়। এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহরাব হাসেন।

এসময় সার্বিক পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্নতা, যথাযথ কর্তৃপক্ষের আইনানুগ অনুমোদন ব্যতীত ক্লিনিক পরিচালনা, সার্বক্ষণিক প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার-নার্স না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দি নিউ পপুলার ক্লিনিকের ১৫ হাজার, সিটি ক্লিনিকের ২০ হাজার, জনসেবা ক্লিনিকের ২০ হাজার ও রয়েল ক্লিনিকের ২০ হাজার টাকা করে মোট ৭৫ হাজার টাকা অর্থদণ্ড দেন নির্বাহী নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালত।

এসময় সাপাহার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুহা. রুহুল আমিন, স্যানিটারি অফিসার সাখাওয়াত হোসেন, আইন শৃঙ্খলায় দায়িত্বে নিয়োজিত সাপাহার থানার পুলিশ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহরাব হোসেন জানান, ভবিষ্যতেও জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাসাবাড়ি-অফিসে এডিস মশার লার্ভা পেলেই জেল-জরিমানা
নওগাঁয় ৩ ক্লিনিকে অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা
ঘোড়াঘাটে ৬ মোটরসাইকেল আরোহীকে জরিমানা
জরিমানা থেকে বাঁচলেন নেইমার
X
Fresh