• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

মাদারীপুরে যাত্রীবাহী বাসের সংঘর্ষে আহত ৯

মাদারীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩০ নভেম্বর ২০২০, ১৮:৪৪
9 injured, in Madaripur bus collision, rtv news
সড়ক দুর্ঘটনা

মাদারীপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি যাত্রী আহত হয়েছেনআজ সোমবার দুপুর একটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার ঘটকচের দুর্ঘটনা ঘটে আহতরা হলেন, মাদারীপুরের কালকিনি উপজেলার ভুরঘাটা এলাকার আবুল বেপারীর মেয়ে ইয়াছমিন (), একই এলাকার জাবেদ আলী বেপারীর ছেলে আবুল বেপারী (৫২), চেহার আলী ঘরামীর ছেলে আমিনুল ইসলাম (৩৫), একই উপজেলার নয়াচর এলাকার মোহাম্মদ হাওলাদারের স্ত্রী ফুলি বেগম (৪৮), একই উপজেলার শিকারমঙ্গল এলাকার রাজ্জাক বেপারীর স্ত্রী নাজমা বেগম (৫০), বরিশালের মুলাদি উপজেলার টুমচর এলাকার রতন আলী হাওলাদারের ছেলে কাওসার হাওলাদার (৫০) একই এলাকার কাওসার হাওলাদারের স্ত্রী জাহানারা বেগম ((৪০) বাকিদের নাম পাওয়া যায়নি

ফায়ার সার্ভিস জানায়, বরিশাল থেকে গোল্ডেন লাইন পরিবহনের যাত্রীবাহী বাস রাজধানী ঢাকায় যাচ্ছিল মাদারীপুর সদর উপজেলার ঘটকচরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই ইজিবাইকে আট যাত্রী চালক আহত হয় খবর পেয়ে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে এদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে

মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রিয়াদ মাহমুদ জানান, সড়ক দুর্ঘটনায় আহত নয়জনকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বায়ুদূষণে ২০২৩ সালে শীর্ষে ছিল বাংলাদেশ 
সৌম্যর কনকাশন বিশ্বাস হচ্ছে না লঙ্কানদের
আসামি ধরতে গিয়ে ১০ পুলিশ সদস্য আহত
মার্চের ১৫ দিনে রেমিট্যান্স আসেনি যেসব ব্যাংকে
X
Fresh