• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

চাঁদপুরে পুলিশের ওপর হামলার ঘটনায় ইউপি সদস্য আটক

চাঁদপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩০ নভেম্বর ২০২০, ১৪:৫৮
UP member arrested, in attack on police, rtv news
চাঁদপুরে নৌ-পুলিশের উপর হামলার ঘটনায় আটক ইউপি সদস্য রনি

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে মা ইলিশ রক্ষার অভিযানে নৌ-পুলিশের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি পারভেজ গাজী ওরফে রনি মেম্বারকে আটক করেছে নৌ-পুলিশ।

গতকাল রোববার রাত পৌনে ৯টার দিকে চাঁদপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কস্থ হাকিম প্লাজা মার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয়।

চাঁদপুর নৌ-থানা পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে নৌ থানা পুলিশের ওসি জহিরুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের মেম্বার মো. পারভেজ গাজী রনিকে আটক করা হয়েছে।

আটক করে শহরের ট্রাকঘাটস্থ নৌ পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে ওই রাতেই চাঁদপুর মডেল থানা পুলিশের কাছে দেয়া।

চাঁদপুর নৌ পুলিশের ভারপ্রাপ্ত পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম আরটিভি নিউজকে জানান, নৌ পুলিশের ওপর হামলার মামলায় তাকে আটক করা হয়েছে।

আটক পারভেজ গাজী রণি এজাহারভুক্ত ও হুকুমের আসামি। সেই মামলায় তাকে আটক করা হয়। তাকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযানে আটক ২০ 
হাতিরঝিলে ভাসছিল এক ব্যক্তির মরদেহ
আবাসিক হোটেল থেকে জাল নোটসহ আটক ২ 
সংসদ সদস্যের গাড়িতে হামলা, যুবক আটক
X
Fresh