• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

স্বাস্থ্যবিধি মেনে চলতে টাঙ্গাইলে র‌্যাবের মাস্ক বিতরণ

টাঙ্গাইল (দক্ষিণ) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩০ নভেম্বর ২০২০, ১৪:৩৩
Distribution of RAB, masks in Tangail to comply with hygiene, rtv news
টাঙ্গাইলে জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ করছে র‌্যাব

করোনা প্রতিরোধ ও মোকাবেলায় সর্বসাধারনের মাস্ক ব্যবহার নিশ্চিত এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে টাঙ্গাইলের বিভিন্ন পয়েন্টে মাস্ক বিতরণ করেছে টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি-৩।

আজ সোমবার দুপুরে পুরাতন বাসস্ট্যান্ড, নিরালা মোড়, বেবীস্ট্যান্ডসহ শহরের বিভিন্ন এলাকায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ সময় র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার রওশন আলী, সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমানসহ অনান্য কর্মকর্তাবৃন্দ।

র‌্যাব কমান্ডার জানান, শীতকালে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর কারণে শহরের বিভিন্ন এলাকায় আমরা মাস্ক বিতরণ ও জনসচেতনতা তৈরির জন্য কাজ করে যাচ্ছি। পরবর্তীতে যারা মাস্ক ছাড়া বাইরে বের ঘোরাফেরা করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি ৩ এর উদ্যোগে শহরের প্রায় ৫ শতাধিক জনসাধারণের মধ্যে এ মাস্ক বিতরণ করেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মন্দিরে সিঁদুর পরিয়ে নারীকে ধর্ষণ, অতঃপর....
মধুপুরে আ.লীগের দু’পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া, আহত ৬
ধনবাড়ীতে মেলাকে কেন্দ্র করে চলছে অশ্লীল নৃত্য
যমুনা নদী‌তে অষ্টমীর স্না‌নে পুণ্যার্থীদের ঢল
X
Fresh