• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

পাহাড় কাটার দায়ে তিন ইটভাটাকে ১২ লাখ টাকা জরিমানা

সীতাকুণ্ড প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৯ নভেম্বর ২০২০, ২০:২২
Three brick kilns fined Tk 12 lakh for cutting down hills
পাহাড় কাটার দায়ে তিন ইটভাটাকে ১২ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামের মীরসরাইয়ের তিনটি ইটভাটাকে ১৯৯৫ এর ধারা সাত এর আলোকে অভিযান চালিয়ে ১২ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল।

রোববার (২৯ নভেম্বর) দুপুরে মেসার্স খাজা ব্রিক্সকে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল চার লাখ ও গত ৯ নভেম্বর মেসার্স গোলনাহার বিক্স ও মাস্তাননগর ব্রিক্সকে চার লাখ টাকা করে আট লাখ টাকা জরিমানা করেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল। এছাড়াও মেসার্স গোলনাহার বিক্স ও মাস্তাননগর ব্রিক্সকে পাহাড় টাকা ও ছাড়পত্র নবায়ন না করার অপরাধে আট লাখ টাকা জরিমানা করেন।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন বলেন, পরিবেশ অধিদপ্তর দুই ভাবে জরিমানা করে থাকে। সরজমিনে গিয়ে ও অফিসে শুনানি করে। আমরা বিভিন্নভাবে ইটভাটার মালিকদেরকে জরিমানা করে থাকি। পাহাড় কাটা ছাড়পত্র না থাকা ও নবায়ন না করা এবং জ্বালানি কাঠ ব্যবহার ও চিমনী সঠিকভাবে ব্যবহার না করায় তাদের এই জরিমানা করা হয়।
জিএম/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘোড়াঘাটে ৬ মোটরসাইকেল আরোহীকে জরিমানা
জরিমানা থেকে বাঁচলেন নেইমার
ঈদের দিন উচ্চস্বরে গান-বাজনা করায় জরিমানা
চুয়াডাঙ্গায় ৪ ব্যবসা প্রতিষ্ঠানে ৮৮ হাজার টাকা জরিমানা
X
Fresh