• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

৫ মাসের শিশু ছেলেকে হত্যার দায়ে বাবার মৃত্যুদণ্ড

জামালপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৯ নভেম্বর ২০২০, ১৪:৫৫
Father sentenced to death for killing 5-month-old boy,
৫ মাসের শিশু ছেলেকে হত্যার দায়ে বাবার মৃত্যুদণ্ড

জামালপুরের জেলা ও দায়রা জজ আদালত ৫ মাসের শিশু ছেলেকে হত্যার দায়ে বাবাকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন। আজ রোববার (২৯ নভেম্বর) এই রায় প্রদান করেন জামালপুরের জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খান।

জামালপুর জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নির্মল কান্তি ভদ্র জানান, বকশীগঞ্জ উপজেলার নতুন টুপকারচর গ্রামের উজির আলীর মেয়ে রোজিনা বেগমের সাথে বিয়ে হয় শেরপুরের ঝিনাইগাতী উপজেলার দুধনই গাজারি জুড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে মো. মোস্তফার। স্বামী-স্ত্রী দুইজনই ঢাকায় গার্মেন্টসে চাকরি করতেন। সন্তান সম্ভবা হলে তারা দুইজন রোজিনার বাবার বাড়িতে ফিরে আসেন। শ্বশুরবাড়ি এলাকায় দিনমজুরি করে সংসার চালাতেন মোস্তফা। ইতোমধ্যে তাদের ঘরের ছেলে সন্তান জন্ম নেয়। ২০১১ সালের ২০ মে মোবাইল কেনাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া হয়। এক পর্য়ায়ে ৫ মাসের ছেলে সন্তান আশিককে দুই পা ধরে ঢেঁকির সাথে আছাড় দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় রোজিনা বাদী হয়ে বকশীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মোট ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত ৩০২ ধারায় বাবাকে মৃত্যুদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। রায় প্রদানের সময় দণ্ডপ্রাপ্ত আসামি মোঃ মোস্তফা আদালতে অনুপস্থিত ছিলেন।
পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নওগাঁয় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
সিএনজিচালককে হত্যায় ২ যুবকের মৃত্যুদণ্ড 
তিন ভাই-বোনকে গুলি করে হত্যা, ২ জনের মৃত্যুদণ্ড
৪৪ বিলিয়ন ডলার জালিয়াতির দায়ে ভিয়েতনামের ধনকুবেরের মৃত্যুদণ্ড
X
Fresh