• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

দৌলতদিয়া ঘাটে ভুয়া পুলিশ সদস্য গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৮ নভেম্বর ২০২০, ১৮:২৫
Fake policeman, arrested at Daulatdia Ghat, rtv news, rtv news
ভুয়া পুলিশ সদস্য মো. ইমরান মোল্লা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকা থেকে আজ শনিবার এক ভুয়া পুলিশ সদস্যকে স্থানীয় লোকজন আটকের পর পুলিশের কাছে সোপর্দ করেছে। আটককৃত ব্যক্তির নাম মো. ইমরান মোল্লা (২২)। তিনি মাগুরার মোহাম্মদপুর থানার জাঙ্গালিয়া গ্রামের লালটু মোল্লার ছেলে।

গোয়ালন্দ থানা পুলিশ জানায়, আজ শনিবার সকালে দৌলতদিয়া ঘাট ট্র্যাফিক পুলিশের পাশে স্থানীয় কয়েক ব্যক্তির কাছে পুলিশের জ্যাকেট পরিহিত এক ব্যক্তি নিজেকে গোয়েন্দা পুলিশ পরিচয় দিলে স্থানীয়দের মনে সন্দেহ হয়। এ সময় তারা জিজ্ঞাসাবাদ করলে নিজেকে ফরিদপুরের বোয়ালমারী থানায় কর্মরত পুলিশ সদস্য হিসেবে পরিচয় দেয়। প্রাথমিকভাবে ভুয়া পুলিশ বুঝতে পেরে তাকে আটক করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘাট এলাকায় কর্তব্যরত পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) মিজানুর রহমান আকন্দ দৌলতদিয়া ঘাটের ঘটনাস্থলে গিয়ে তাকে স্থানীয়দের কাছ থেকে আটক করেন।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, অসৎ উদ্দেশে পুলিশের জ্যাকেট পড়ে আটককৃত তরুণ নিজেকে পুলিশ পরিচয় দিয়ে চলছিল। নিজেকে সে ফরিদপুরের বোয়ালমারী থানায় কর্মরত বলেও পরিচয় দেয়। পরে স্থানীয় লোকজন বুঝতে পেরে ভুয়া পুলিশ হিসেবে তাকে আটক করে থানা পুলিশকে খবর দেয়। এ ঘটনায় শনিবার তার বিরুদ্ধে অসৎ উদ্দেশে সরকারি পোশাক পরিধান করার অপরাধে মামলা দায়ের শেষে রাজবাড়ীর আদালতে পাঠায়।

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেলায় জাদু খেলার নামে অশ্লীল নৃত্য, আটক ৫  
জয়পুরহাটে ১৬ স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক
ফেসবুকে পোস্ট দিয়ে সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
ঘুষ গ্রহণের অভিযোগে আটক রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী 
X
Fresh