• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

টাঙ্গাইলে আয়ুর্বেদিক ওষুধ তৈরির মালিককে জরিমানা

টাঙ্গাইল (দক্ষিণ) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৭ নভেম্বর ২০২০, ১৯:৩৩
The hanging body, of a college student, rtv news
ছবি আরটিভি নিউজ

টাঙ্গাইলে মের্সাস এভারগ্রিন ল্যাবরেটরিজ (আয়ু) এ রেজিস্টেশনবিহীন ওষুধ ও নকল লেভেল তৈরি, অনুমোদনহীন কেমিকেল ব্যবহার করায় প্রতিষ্ঠান মালিক ডা. মো. আজিজুল হককে এক বছরের কারাদণ্ড, দুই লাখ টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সেইসঙ্গে ওষুধ তৈরির প্রতিষ্ঠানটিকেও সিলগালা করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার সাকরাইল এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুল ইসলাম।

টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মের্সাস এভারগ্রিন ল্যাবরেটরিজ (আয়ু) ওষুধ তৈরির প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ রেজিস্টেশনবিহীন ওষুধ, নকল লেভেল ও অনুমোদনহীন ক্যামিকেল পাওয়া যায়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানের মালিক ডা. মো. আজিজুল হককে এক বছরের কারাদণ্ড, দুই লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক মাসের জেল দেওয়া হয়। সেইসঙ্গে প্রতিষ্ঠানটিকেও সিলগালা করে দেওয়া হয়েছে। আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সনদ বাণিজ্য : কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী কারাগারে
জামিন বাতিল, রাখিকে আত্মসমর্পণের নির্দেশ আদালতের
বাসাবাড়ি-অফিসে এডিস মশার লার্ভা পেলেই জেল-জরিমানা
নওগাঁয় ৩ ক্লিনিকে অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা
X
Fresh