• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বাগেরহাটে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি, টিকাদান কর্মসূচি বন্ধ

বাগেরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৬ নভেম্বর ২০২০, ১৫:১০
বাগেরহাটে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি, টিকাদান কর্মসূচি বন্ধ
ফাইল ছবি

নিয়োগবিধি সংশোধন করে বেতন বৈষম্য নিরসনের দাবিতে বাগেরহাটে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা।

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ও দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদের আয়োজনে আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল থেকে বাগেরহাট সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা এই কর্মসূচিতে অংশ নেয়। এর ফলে জেলায় টিকাদান কর্মসূচিসহ সব কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে।

এসময় বক্তব্য দেন, দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদের বাগেরহাট জেলা শাকার আহ্বায়ক আমলাম হোসেন ফরাজি, সদস্য সচিব মো. আরাফাত হোসেন, রবিউল ইসলাম, মোসা. সাইফুন নাহার, জাকির হোসেন, জাহিদুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে। এ সময় কোনও টিকাদান কর্মসূচিতেও অংশ নেয়া হবে না।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh