মোটরসাইকেলে অতিরিক্ত গতি, ছিটকে পড়ে দুই বন্ধুর মৃত্যু
টাঙ্গাইলের মধুপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কাকরাইদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
মধুপুর থানার ওসি মোহাম্মদ তারেক কামাল জানান, রাতে দুই বন্ধু অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালিয়ে মধুপুর যাচ্ছিলেন। পথিমধ্য কাকরাইদ এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ১০০ গজ দূরে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। এ সময় আহত হন অপরজন। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তিনিও মারা যান।
এসএস