মাস্ক ছাড়া কোনও প্রবেশ নয়, কোনও সেবা নয় এর বাস্তবায়নে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বারা দুটি স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
আজ বেলা ১১টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার ও রুমানা আফরোজ নগরীতে বিভিন্ন প্রতিষ্ঠান, রাস্তায় অভিযান পরিচালনা করেন।
প্রতিষ্ঠান, পথচারী, গাড়ি চালকদের মধ্যে যারা মাস্ক ব্যবহার করছেন না তাদের অর্থদণ্ড দেয়া হয়। দুটি ভ্রাম্যমাণ আদালত মাস্ক ব্যবহার না করায় চারটি প্রতিষ্ঠান ও ১১ পথচারীকে মোট ১০ হাজার সাতশ’ টাকা জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, তারা মাঠে থাকায় মানুষ সচেতন হচ্ছে, তাদের এই অভিযান চলমান থাকবে।
জেবি