চট্টগ্রামে ওষুধের পাইকারি বাজারে অভিযান, জরিমানা দেড় লাখ
চট্টগ্রামে ওষুধের পাইকারি বাজারে অভিযান চালিয়ে বিভিন্ন অভিযোগে নয়টি প্রতিষ্ঠানকে প্রায় দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপরে নগরীর হাজারী গলির দুটি মার্কেটে এ অভিযান চালানো হয়।
অভিযানে জেলা প্রশাসনের দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম ও সুরাইয়া ইয়াসমিন এবং ওষুধ প্রশাসনের ডেপুটি ডিরেক্টর ডাক্তার মো. আকতার হোসেন নেতৃত্ব দেন।
আশরাফুল আলম আরটিভি নিউজকে জানান, অননুমোদিত ও রেজিস্ট্রারবিহীন ওষুধ বিক্রি, নকল ওষুধ তৈরি এবং রেজিস্টার্ড ফার্মাসিস্ট না থাকায় নয়টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এসব প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ অবৈধ ওষুধও জব্দ করা হয়েছে। এসব অবৈধ ওষুধ তৈরি, বিক্রি বন্ধ ও অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
জেবি