• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বরগুনায় মালামালসহ ৯ জলদস্যু গ্রেপ্তার

বরগুনা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৩ নভেম্বর ২০২০, ১৯:২৯
9 pirates, arrested in Barguna, rtv news
বরগুনা

গভীর সমুদ্রে ডাকাতির অভিযোগে বরগুনার পাথরঘাটায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৯ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বরগুনা অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে আজ সোমবার বিকেলে পাথরঘাটা থানায় সোপর্দ করে।

ট্রলার মালিক সাতক্ষীরা জেলার হালিম বিশ্বাস জানান, গেলো ১০ নভেম্বর বঙ্গোপসাগরের ফেয়ার ওয়ে বয়ার এলাকায় মাছ শিকারের সময় আমার ট্রলারের পাশে বরগুনার পাথরঘাটায় রিপন দফাদারের মালিকানাধীন সোহেল সুমি ট্রলার নোঙর করে ১৫ মাঝিমাল্লারা আমার ট্রলারের মাছ ধরার সরঞ্জামাদি জাল দড়িসহ ট্রলারে থাকা সৌর ব্যাটারি, সোলার প্যানেল, চাল, তেল, মোবাইল, ফোন টর্চলাইটসহ প্রায় চার লাখ টাকার মালামাল নিয়ে যায়। এ সময় আমার নৌকায় থাকা মাঝিমাল্লা বাঁধা দিলে পাঁচজনকে পিটিয়ে গুরুতর আহত করে।

আটককৃতরা হলো ট্রলারের মাঝি ইব্রাহিম, রাসেল, মিরাজ, বেলাল, শাহজাহান, আল আমিন, ইয়াসিন, মিরাজ ও মঞ্জু মিয়া। এদের সকলের বাড়ি পাথরঘাটার বিভিন্ন এলাকায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সাঈদ আহমেদ জানান, ঘটনার সময় লুণ্ঠিত তেলের ড্রামসহ বেশকিছু মালামাল উদ্ধার করা হয়েছে। বাকি জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

অতিরিক্ত পুলিশ সুপার সদর মহরম আলী আরটিভি নিউজকে জানান, সাতক্ষীরা জেলার হালিম বিশ্বাসের ডাকাতির ঘটনায় দেয়া অভিযোগকে গুরুত্বসহকারে আমলে নিয়ে গতকাল রোববার রাতে পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৯ জনকে আটক করা হয়। ট্রলারের মালিকসহ অন্যান্য জড়িতদের আটকের জন্য চেষ্টা চলছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বান্দরবানে ব্যাংক ডাকাতি, ৫২ জন দুদিনের রিমান্ডে
আগে ঘরের ছেলেরা নিরাপদে ঘরে ফিরুক
মুক্ত দুই নাবিক ফিরবেন বিমানে, বাকিরা জাহাজে  
পাকিস্তানে রোজার মাসে ছিনতাই-ডাকাতির ঘটনায় ১৯ মৃত্যু
X
Fresh