• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

পদ্মায় ধরা পড়লো ২৯ কেজি ওজনের বাঘাইড়

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৩ নভেম্বর ২০২০, ১৭:৪৭
A tiger weighing, 29 kg was caught, rtv news
ছবি সংগৃহীত

রাজবাড়ীর পদ্মা নদীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় জেলের জালে এবার ২৯ কেজি ওজনের একটি বিশাল বাঘাইড় মাছ ধরা পড়েছে।

সোমবার ভোর রাতে জেলে মো. জয়নাল সরদারের জালে এই মাছটি ধরা পড়ে।

সকালে তিনি মাছটি দৌলতদিয়া মৎস্য আড়তে নিয়ে গেলে সেখান থেকে স্থানীয় চান্দু মোল্লা ১,০৫০টাকা কেজি দরে মাছটি ক্রয় করে নেন।

স্থানীয় জেলে জয়নাল সরদার বলেন, গতকাল রোববার মাঝ রাতে দৌলতদিয়া ছয় নম্বর ফেরিঘাট এলাকায় জাল ফেলে বসে থাকি। কিছুসময় পর জালে জোরে ধাক্কা দিলে বুঝতে পারি বড় কোনও মাছ ধরা পড়েছে। অনেকক্ষণ সময় নিয়ে জাল উঠালে দেখতে পাই ২৯ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ।জেলে জয়নাল সরদার বলেন, আমার জালে বড় ধরনের মাছ পড়েছে, এতো বড় ধরনের কোন মাছ এর আগে ধরিনি। এতো বড় মাছটি পাওয়ায় আমি খুব খুশি হয়েছি।

দৌলতদিয়া ফেরিঘাট এলাকার চাঁদনী-আরিফা মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, জেলে জয়নাল সরদারের কাছ থেকে ১,০৫০ টাকা কেজি দরে ৩০ হাজার ৪৫০ টাকা দিয়ে জীবিত মাছটি ক্রয় করি। এরপর ঢাকার বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ী নেতা হাবিব নামে এক ব্যক্তির কাছে ৩১ হাজার ৯০০ টাকায় মাছটি বিক্রি করি।

স্থানীয় দৌলতদিয়া ফেরি ঘাটের মৎস্য ব্যবসায়ীরা আরও জানান, এ বছর পদ্মা নদীতে মাঝে মধ্যেই এ ধরনের বড় বড় মাছগুলো ধরা পরছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজবাড়ীতে হিটস্ট্রোকে শিক্ষকের মৃত্যু
পদ্মায় গোসলে নেমে ৩ কিশোরের মৃত্যু
বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে আর ফিরল না সোহান
ছুটির ৫ দিনে পদ্মা সেতুতে যত টাকার টোল আদায়
X
Fresh