• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বগুড়ায় রাত ৮টার মধ্যে সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ

বগুড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৩ নভেম্বর ২০২০, ১৪:২৯
All business establishments, in Bogra, rtv news
ছবি সংগৃহীত

মহামারী করোনাভাইরাস বৃদ্ধি পাওয়ায় আজ সোমবার থেকে রাত আটটার পর বগুড়ার সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গতকাল রোববার রাতে এবং আজ সকালে এই সংক্রান্ত অনুরোধ জানিয়ে পৌর এলাকায় মাইকিং করা হয়েছে। গতকাল রোববার দুপুরে বগুড়া পৌর এলাকার ব্যবসায়ীদের সঙ্গে মেয়রের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয়।

বগুড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান জানান, দেশব্যাপী করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা আবারও বৃদ্ধি পাচ্ছে।

এই বৃদ্ধি রোধ কল্পে এবং করোনার দ্বিতীয় ধাপ মোকাবেলায় জেলা প্রশাসনের নির্দেশে ও স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে আজ সোমবার তারিখ থেকে রাত আটটার পর বগুড়ার সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী পৌর এলাকার সকল শপিং মল ( বিপণী বিতান), মার্কেট, রেস্তোরাঁসহ সব ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান রাত আটটার পর থেকে বন্ধ থাকবে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই নির্দেশনা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বঙ্গবন্ধু রেল সেতুর পৌনে ৪ কিলোমিটার দৃশ্যমান
পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে নওগাঁয় শিক্ষার্থীদের মানববন্ধন
‘বঙ্গবন্ধু বাঙালি জাতির প্রেরণার উৎস’
‘আ.লীগ সরকার সরকারিভাবে ইফতার বন্ধ করেছে’
X
Fresh