• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

চাল নিয়ে অনিয়মের অভিযোগে পূজা কমিটির নেতা বহিষ্কার

হবিগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৩ নভেম্বর ২০২০, ১৩:২২
Puja committee leader, expelled for rice irregularities, rtv news
হবিগঞ্জ

হবিগঞ্জের আজমিরীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে ৩৫টি মণ্ডপের জন্য সরকারের দেয়া বরাদ্দের চাল গুদামে রেখেই কেনাবেচা করার অভিযোগে উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ রায়কে বহিষ্কার করা হয়েছে।

জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায় আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গেলো ১৯ নভেম্বর তাকে বরখাস্ত করে জেলা পূজা উদযাপন পরিষদ। শঙ্খ শুভ্র রায় বলেন, শুরুতে দুর্নীতির বিষয়টি জানতে পেরে আমরা তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিলাম। এতে তিনি সারা দেননি। পরে তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গেলো দুর্গাপূজায় জেলার আজমিরীগঞ্জ উপজেলায় ৩৫টি মণ্ডপে ৫শ’ কেজি করে মোট ১৭ হাজার ৫শ’ কেজি চাল বরাদ্দ আসে। এ চাল বিতরণের ডিও উপকারভোগীদের কাছে হস্তান্তরের আগেই উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ রায় ও তার এক সহযোগী মৌখিকভাবে কেনাবেচার মাধ্যমে মণ্ডপগুলোর পরিচালকদের হাতে ৩৪ টাকা কেজি দরে টাকা বিতরণ করে ফেলেন। অথচ বাজারে চালের মূল্য ৩৮ টাকা ছিল। এ নিয়ে স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে। পরে উপকারভোগীদের হাতে টাকা না দিয়ে ৫০০ কেজি করে চাল তুলে দেয়া হয়।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আরটিভির মাধ্যমে সংগীত পরিচালনায় নাম লেখালেন জিকো
বিএনপি নেতাদের স্ত্রীরা ভারতীয় শাড়ি তেমন কেনেন না : রিজভী
টাকার বিছানায় ঘুমিয়ে ভাইরাল দুর্নীতিতে অভিযুক্ত নেতা 
আমীর খসরুসহ বিএনপি-জামায়াতের ৪৫৩ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জ গঠন
X
Fresh