• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

যশোরে কালেক্টরেট সহকারী সমিতির দিনব্যাপী কর্মবিরতি চলছে

যশোর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৩ নভেম্বর ২০২০, ১২:৩২
The Collectorate Assistant, Association, rtv news
যশোর

পদ-পদবী পরিবর্তন ও বেতন স্কেল উন্নতিকরণের দাবিতে কেন্দ্রীয় কমিটির নির্দেশে সারা দেশের সঙ্গে একযোগে যশোরে পূর্ণদিবস কর্মবিরতি পালন করছে কালেক্টরেট সহকারী সমিতি।

আজ সোমবার সকাল ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের নিচে পূর্ণদিবস কর্মবিরতি পালনকালে বক্তব্য রাখেন জেলা কালেক্টরেট সহকারী সমিতির সভাপতি ফিরোজ আহমেদ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, এসএম আতাউর রহমান ও প্রবীর কুমার সরদার।

বক্তারা বলেন, ৩০ নভেম্বর পর্যন্ত পূর্ণদিবস কর্মবিরতি পালন করবেন। এতে জেলা প্রশাসক দপ্তরের প্রায় ৪০০ কর্মচারীরা আন্দোলনের সঙ্গে রয়েছেন। দাবি আদায়ের আন্দোলনযুক্ত হয়েছেন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সহকারী কমিশনার। ভূমি পদ পরিবর্তন নিয়ে দীর্ঘদিন থেকে দাবি জানিয়ে আসছেন কিন্তু তাদের দাবি অনুযায়ী কোনও সমস্যার সমাধান হয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত বৃহৎ কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার 
পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা
ভারত থেকে এলো ১ হাজার টন আলু
কেক কাটার পর চলন্ত ট্রেনের নিচে মা-মেয়ের ঝাঁপ
X
Fresh