• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

রাজধানীতে গ্যাস লাইন লিকেজে দগ্ধ চার

আরটিভি নিউজ

  ২২ নভেম্বর ২০২০, ২৩:৫৪
Capital, gas line, burned four
গ্যাসের লাইন মেরামতে দগ্ধ চার

রাজধানীর পান্থপথ গ্রিন রোড এলাকায় গ্যাসের লাইন মেরামত করতে গিয়ে তিতাস গ্যাসের তিনজন কর্মীসহ চারজন দগ্ধ হয়েছেন।

আজ রোববার (২২ নভেম্বর) গ্রিন রোডে গ্যাসের লাইন বিস্ফোরণের ঘটনা ঘটে।

জানা গেছে, গ্যাস বিস্ফোরণের ঘটনায় তিতাস গ্যাসের তিনকর্মী ও পথচারী একজন রয়েছেন। আহতদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- আব্দুল্লাহ (৫৫), আজিম (৪০), রুহুল আমিন (৪০) এবং পথচারী জাফর (৩০)।

গ্যাসের লাইন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হওয়া চার জনের মধ্যে একজনের ২৭ শতাংশ এবং আরেক জনের ৩০ শতাংশ পুড়েছে। এই দুজন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। বাকি দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।

তিতাস গ্যাসের ধানমন্ডি জোনের টেকনিশিয়ান মির্জা রবিউল আলম বলেন, গ্যাসের লাইন লিকেজ মেরামত করতে ঘটনাস্থলে কর্মীরা যাওয়া মাত্র বিস্ফোরণের ঘটনা ঘটে। মাটির নিচে গ্যাসের লাইন কিভাবে যে লিকেজ হয়েছে তা এখনও জানা যায়নি। দগ্ধ হওয়া প্রত্যেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এফএ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের পাটনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৬
হিলিতে তীব্র গরমে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ
ঢাকার যেসব জায়গায় বসবে কোরবানির পশুর হাট
সিভিল সার্জন কার্যালয়ে বিশাল নিয়োগ, নেবে ১১৫ জন
X
Fresh