• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বিএনপি জামায়াত সরকার রেল খাতকে ধ্বংস করেছে: রেলমন্ত্রী

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২২ নভেম্বর ২০২০, ১৭:৫৫
Image of the meeting
মতবিনিময় সভার চিত্র

বিএনপি জামায়াত সরকার রেল খাতকে ধ্বংস করে দিয়ে গেছে। তাই রেল লোকসান কাটিয়ে লাভের মুখ দেখতে পারছে না বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন।

আজ রোববার (২২ নভেম্বর) বিকেলে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের লক্ষ্যে মতবিনিময় সভায় যোগদানের আগে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, রেল একটি সেবামূলক প্রতিষ্ঠান। যাত্রী পরিবহন করে রেলকে লাভজনক অবস্থায় নেয়া যায় না। লাভের চেয়ে তাই সেবাকেই প্রাধান্য দেয় হয় বেশি। আর পৃথিবীর কোনো দেশের রেল সেবা লাভজনক নয়। তবে আমরা রেলকে যুগোপযোগী ও আধুনিকায়ন করে যাচ্ছি। আশা করি রেল লাভজনক অবস্থায় যাবে।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা, টাঙ্গাইল সদর আসনের এমপি সানোয়ার হোসেন, কালিহাতী আসনের এমপি হাসান ইমাম খান সোহেল হাজারী, গোপালপুর-ভূঞাপুর আসনের এমপি ছোট মনির, জেলা প্রশাসক আতাউল গনি, পুলিশ সুপার সঞ্জিত কুমার রয়সহ অন্যরা উপস্থিত ছিলেন।
পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভিত্তিপ্রস্তর স্থাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জিএম/জিএ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আকাশে তিনটি ড্রোন ধ্বংস করেছে ইরান
‘স্বাধীনতার চেতনা ধ্বংস করার জন্য বিএনপির জন্ম’
ধ্বংস, মৃত্যু আর ক্ষুধার মধ্যেই গাজাবাসীর ঈদ
রাষ্ট্রের সব স্তম্ভ ধ্বংসের দ্বারপ্রান্তে : মির্জা ফখরুল
X
Fresh