• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

বগুড়ায় বাসের চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত

বগুড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২২ নভেম্বর ২০২০, ১৬:২৮
The car involved in the accident
দুর্ঘটনা কবলিত গাড়ি

বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাসের চাপায় তিনজন অটোরিকশা যাত্রী নিহত এবং অপর তিনজন আহত হয়েছেন।

রোববার (২২ নভেম্বর) দুপুর একটার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কে শেরপুর উপজেলার ধনকুন্ডি নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- শেরপুর উপজেলার চকপাথারী গ্রামের আব্দুর হাই প্রাং (৬০), একই গ্রামের আল আমিন (২৮) ও ঘাসুরিয়া গ্রামের শাহ সুলতান (৯)।

জানা যায়, পাঁচজন যাত্রী নিয়ে একটি ব্যাটারি চালিত অটোরিকশাটি চান্দাইকোনার দিকে যাচ্ছিলো। ধনকুন্ডি নামস্থানে ঢাকাগামী একটি বাস পেছন থেকে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং তিনজন যাত্রী ঘটনাস্থলেই মারা যান।

আহত হন অটোরিকশা চালকসহ বাকি ২ জন যাত্রী। দুর্ঘটনার পরপরই ঢাকাগামী বাসটি পালিয়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করেন। আহত তিনজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়া হয়েছে।

শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন হোসেন বলেন, আহত তিনজনের মধ্যে একজন নারীর অবস্থা আশংকাজনক। অপর তিনজনের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জিএম/জিএ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ত্রিশালে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
কাভার্ডভ্যানের ধাক্কায় যুবক নিহত
বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর
নিজের ডেকে আনা পুলিশের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি তরুণের 
X
Fresh