• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

মশারির ভেতরে শুয়ে শুয়ে ধূমপান, আগুনে স্বামীর মৃত্যু, স্ত্রী-কন্যা দগ্ধ 

নারায়ণগঞ্জ দক্ষিণ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২২ নভেম্বর ২০২০, ১২:৫৫
মশারির ভেতরে শুয়ে শুয়ে ধূমপান, আগুনে স্বামীর মৃত্যু, স্ত্রী-কন্যা দগ্ধ 

মশারির ভেতরে শুয়ে শুয়ে ধূমপান করছিলেন দীপায়ন সরকার। হঠাৎ সিগারেটের আগুন লাগে মশারিতে। মুহূর্তেই পুরো ঘরে তা ছড়িয়ে পরে। অগ্নিদগ্ধ হয় দীপায়ন সরকার (৩৫) তার স্ত্রী পপি সরকার (৩০) ও পাঁচ বছরের শিশু কন্যা দিয়া রানী সরকার। সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই মারা যান দীপায়ন সরকার। তার স্ত্রী ও শিশু সন্তান সরকার ঢামেকের বার্ন ইউনিটে আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায় সরদার বাড়ির আনোয়ার হোসেনের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, নিহত দীপায়ন সরকার নেত্রকোনার খালিয়াপুড়ি থানার ইছাপুর এলাকার রাম গোপাল সরকারের ছেলে। পরিবার নিয়ে তারা নারায়ণগঞ্জের ফতুল্লার ওই বাড়িতে ভাড়া থাকতেন। শুক্রবার রাত দেড়টার দিকে দীপায়ন ঘরের ভেতরে শুয়ে সিগারেট পান করতে করতে ঘুমিয়ে পড়ে। সেই সিগারেটের আগুন বিছানায় থাকা প্রথমে বালিশে এরপরে আগুন মশারিতে লাগে। এতে দগ্ধ হয় স্বামী, স্ত্রী ও সন্তান। একপর্যায়ে তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করেন। শনিবার রাতে দীপায়ন সরকার মারা যান।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে সিগারেটের আগুনকে সূত্রপাত ধরা হলেও আরও তদন্ত করা হচ্ছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দগ্ধ শিশু লামিয়াও বেঁচে রইল না
শ্যামনগরে বিটুমিনের বয়লার বিস্ফোরণ, দগ্ধ ৬
দগ্ধ আরও একজনের মৃত্যু
ভাসানটেকে সিলিন্ডারের আগুনে দগ্ধ ৬, মায়ের পর মারা গেলেন মেয়েও
X
Fresh