• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ঘোড়ার গাড়িতে চড়ে সম্রাট এলেন বৌ নিয়ে

নাটোর  প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২১ নভেম্বর ২০২০, ১৮:০১
The emperor came, in a horse-drawn, rtv news
ঘোড়ার গাড়িতে চড়ে নববধূকে নিয়ে বাড়ি ফিরছেন প্রকৌশলী তরিকুজ্জামান সম্রাট

নাটোরের বাগাতিপাড়ায় এবার ঘোড়ার গাড়িতে চড়ে বিয়ে করলেন তরিকুজ্জামান সম্রাট নামে এক প্রকৌশলী। বাগাতিপাড়া উপজেলার মালঞ্চি গ্রামের সাবেক ইউপি সদস্য আসাদুজ্জামানের ছেলে একেএম তারিকুজ্জামান সম্রাট গতকাল শুক্রবার দুলাভাইয়ের শখ পূরণ করতে বিয়েতে এমন আয়োজন করেন।

সম্রাট একটি বিশ্ববিদ্যালয় থেকে টেক্সাটাইল ইঞ্জিনিয়ারিং শেষ করেছেন। আর কনে একই উপজেলার সাবেক ইউপি সদস্য আজিজুল হাকিমের মেয়ে সানজিদা আক্তার (বন্যা)। তিনি তমালতলা কৃষি ও কারিগরি ডিগ্রি কলেজের ছাত্রী।

যান্ত্রিকতার যুগে ঘোড়ার গাড়িতে চড়ে বিয়ের ঘটনায় এলাকায় কৌতূহলের সৃষ্টি হয়েছে। বরযাত্রী দেখতে বাড়িতে ভিড় জমান নানা বয়সী মানুষ।

তারিকুজ্জামানের দুলাভাই মুস্তাফিজুর রহমান জানান, রাজা-জমিদারের ঐতিহ্যে ঘেরা নাটোরের ইতিহাস। এসব রাজা-জমিদাররা একসময় রাজকীয় বাহন হিসেবে ঘোড়ার গাড়িতে বিয়ে করতেন। কিন্তু যান্ত্রিক বিপ্লবের ফলে ঘোড়ার গাড়িতে বিয়ের প্রচলন হারিয়ে যাচ্ছে। মূলত নাটোরের রাজকীয় ঐতিহ্যকে সম্মান দেখাতেই তার শ্যালককে ঘোড়ার গাড়িতে বিয়ে দেয়ার ইচ্ছে থেকেই এ আয়োজন।

তিনি আরও জানান, শুক্রবার বেলা আড়াইটায় দুলাভাইদের সঙ্গে ঘোড়ার গাড়িতে চড়ে বিয়ে করতে রওনা হন তারিকুজ্জামান সম্রাট। আর বরযাত্রীদের বিয়ের বাড়িতে পাঠানো হয় মাইক্রোবাসে। বরের বাড়ি থেকে মাত্র দুই কিলোমিটার দূরে কনের বাড়িতে পৌঁছে বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষে কনেকে নিয়ে ঘোড়ার গাড়িতে করে বাড়িতে ফিরে আসেন বর। আজ শনিবার বরের বাড়িতে বউভাতের আয়োজন করা হয়েছে।

বরযাত্রী সাইফুল ইসলাম জানান, রাজকীয় ঘোড়ার গাড়িতে চড়ে বিয়ের বরযাত্রী হয়ে তিনি ব্যতিক্রম অভিজ্ঞতা অর্জন করেছেন।

বর তারিকুজ্জামান সম্রাট জানান, দুলাভাইদের ইচ্ছেকে সম্মান জানিয়েই তিনি ঘোড়ার গাড়িতে বিয়ে করছেন। বিষয়টি তার কাছে বেশ রোমাঞ্চকর মনে হয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রেমিককে তুলে নিয়ে কুপিয়ে জখম করলেন প্রেমিকা
ঘোড়াঘাটে ট্রাক্টরের ধাক্কায় নিহত ১ 
ঝালকাঠিতে ১৪ মৃত্যু : বৌভাতে আর যাওয়া হলো না তাদের
ঘোড়াঘাটে ৬ মোটরসাইকেল আরোহীকে জরিমানা
X
Fresh