• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

সংস্কারের অভাবে ঐতিহ্যবাহী গোড়ার মসজিদটি

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২১ নভেম্বর ২০২০, ১৫:৪৮
The traditional early, mosque due to lack, rtv news
ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারোবাজারে অবস্থিত গোড়ার মসজিদ

ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারোবাজারে অবস্থিত সুদৃস্য গোড়ার মসজিদটি আজো খান--জাহানের স্মৃতি বহন করে চলছে এক কালের জনবহুল প্রসিদ্ধ বারোবাজারের অসংখ্য প্রাচীন ধ্বংসাবশের মধ্যে যে কয়েকটি মসজিদ এখনও দৃশ্যমান রয়েছে তার মধ্যে গোড়ার মসজিদ অন্যতম অনেকে মনে করেন এটি গোড়া নামের কোনও এক দরবেশের মাজার

বারোবাজার বাসস্ট্যান্ড থেকে পশ্চিম দিকে বাজার পেরিয়ে কয়েকটি দোকান বসতবাড়ির পরই রাস্তার দক্ষিণে এই গোড়ার মসজিদটি জীর্ণ অবস্থায় এখনও টিকে আছে

প্রাচীন আমলের দিঘি ইটের ধ্বংসস্তুপ দেধে সহজেই অনুমান করা যায় বারোবাজার নগরটি এককালে হিন্দু বৌদ্ধ নরপতিদের রাজধানী ছিল যে নগরীর দক্ষিণে অবস্থিত ভৈরব নদ এককালে ভয়ঙ্কর ছিল এই নদীকে কেন্দ্র করেই তৎকালে বারোবাজার হয়ে উঠেছিল পাক-ভারতের অন্যতম বাণিজ্যকেন্দ্র এই নদী পথে দেশ-বিদেশের সওদাগাররা পণ্যসামগ্রী আনতো এভাবেই যুগে যুগে রুপসী নগরী হিসাবে গড়ে ওঠে বারোবাজার মুসলমান আমলে বারোবাজারের আরও শ্রীবৃদ্ধি ঘটে

কথিত আছে মোহাম্মদ শাহর আমলে খান--জাহান প্রথম বারোবাজর মুসলিম অধিকার প্রতিষ্ঠা করেন সময় যুদ্ধে অসংখ্য সৈন্য হতাহত হন ১৮৮৩ সালে প্রত্নতত্ব বিভাগ কর্তৃক খননের পরে দেখা গেছে বারোবাজার এলাকার ঘন জঙ্গলে পূর্ণ টিবিগুলো খুঁড়ে উদ্ধার করা হয়েছে প্রাচীন কালের ইটের ভগ্নস্তুপ, নরকংকাল মসজিদসহ অসংখ্য কীর্তি সংরক্ষণের অভাবে এসবের অনেকটাই ধংস হয়ে গেছে এলাকার অনেক দালান ঘরে পুরানো আমলের সেসব ইটের অস্তিত্ব রয়েছে প্রত্নতত্ত্ব বিভাগ কিছু মসজিদ সংস্কারের উদ্যোগ নিয়েছে পরিত্যক্ত টিবি জঙ্গলাকীর্ণ জমির বেশির ভাগই এখন চাষাবাদেও জমিতে বা বসতবাড়িতে পরিণত হয়েছে

বর্গাকারে নির্মিত গোড়ার মসজিদের প্রত্যেক বাহু বাইরের দিকে প্রায় ৩০ ফুট এবং ভেতরের দিকে ২০ ফুট লম্বা দেওয়ালগুলি ফুট প্রশস্ত কোনে টি সুন্দর কোনাবিশিষ্ট মিনার আছে পূর্ব দেয়ালে তিনটি এবং উল্টো দেয়ালে একটি প্রবেশ পথ আছে পশ্চিম দেয়ালে আছে দরজা বরাবর তিনটি মেহরাব কেন্দ্রীক মেহরাবটি অন্যগুলোর চেয়ে অপেক্ষাকৃত বড় মেহরাবগুলিতে পোড়া মাটির ফলকে নানা ফুল লতাপাতার অলংকার ছিল যার সৌন্দর্য আজো নষ্ট হয়নি

মসজিদের ভেতরের চার দেয়ালের কেন্দ্রস্থলে দেয়াল ঘেঁষে চারটি পাথরের স্তর চার পাশের দেয়ালের ওপর স্থাপিত মসজিদের একমাত্র গম্বুজ যা দেখতে খুবই সুন্দর মসজিদের বাইরের দেয়ালসহ চার কোনের পোড়ামাটির সুন্দর চিত্রফলক ছিল যা জরাজীর্ণ অবস্থায় থাকায় কিছুটা মেরামত করা হয়েছে

মসজিদের চারপাশের বেষ্টনী প্রাচীর ভেঙে পড়েছে অতীজীর্ণ হলেও মনোরম এই মসজিদে এখনও অসংখ্য মুসল্লিরা নামাজ আদায় করেন প্রতি শুক্রবার শিন্নি মানতের জন্য দূর দূরান্তের মানুষের ঢল নামে মসজিদের পশ্চিম পার্শের পুকুরটি এটি গোড়ার পুকুর নামেই এর পরিচিতি ব্যাপারে ঝিনাইদহ- আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার বলেন, অতি দ্রুত মসজিদগুলি সংস্কার করা হবে

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh