• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

রাজশাহীতে বিশেষ অভিযানে আটক ৫৪

নাটোর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২১ নভেম্বর ২০২০, ১৪:৪৪
54 arrested, in special operation, rtv news
রাজশাহী

রাজশাহীতে ওয়ারেন্টভুক্ত আসামিসহ মাদকদ্রব্য ও বিভিন্ন অপরাধে রাজশাহীতে মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ৫৪ জনকে আটক করা হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(সদর)গোলাম রুহুল কুদ্দুস জানান, গেলো ২৪ ঘণ্টায় রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে।

এ সময় বোয়ালিয়া মডেল থানা ১৬ জন, রাজপাড়া থানা পাঁচজন, চন্দ্রিমা থানা তিনজন, মতিহার থানা চারজন, কাটাখালী থানা চারজন, বেলপুকুর থানা ছয়জন, শাহমখদুম থানা দুইজন, এয়ারপোর্ট থানা একজন, পবা থানা চারজন, কাশিয়াডাঙ্গা থানা তিনজন, কর্ণহার থানা একজন, দামকুড়া থানা তিনজন, ডিবি পুলিশ দুইজনকে আটক করে। যার মধ্যে ১৩ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ১৩ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আটককৃতদের মাধ্যে বোয়ালিয়া মডেল থানা পুলিশ কিসমত আলীকে (৩০) পাঁচ গ্রাম হেরোইন ও আট পিস ইয়াবা, শামীম সুলতানকে (২০) পাঁচ গ্রাম হেরোইন, লিটনকে (২৭) ১৫ পিস ইয়াবা ট্যাবলেট, জালাল (৩৫), কামালকে (৪২) সাত গ্রাম হেরোইন, রাজপাড়া থানা পুলিশ বাপ্পী শুভকে (৩৩) ১১ গ্রাম হেরোইন, মামুনকে (৫০) ৩৫ গ্রাম হেরোইন, মতিহার থানা পুলিশ আকলিমা খাতুনকে (২৭) ৪০ বোতল ফেনসিডিল, কাটাখালী থানা পুলিশ সুজন আলীকে (২৯) ১১ পিস ইয়াবা, পবা থানা পুলিশ নবাব সরকারকে (৩২) পাঁচ গ্রাম হেরোইন, কাশিয়াডাঙ্গা থানা পুলিশ রফিকুল ইসলামকে (৩৫) সাত গ্রাম হেরোইনসহ আটক করে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তীব্র তাপদাহে রাসিকের জরুরি সভা, নানা উদ্যোগ গ্রহণ
রাজশাহীতে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়
মেলায় জাদু খেলার নামে অশ্লীল নৃত্য, আটক ৫  
জানাজা শেষে ফেরার পথে সড়কে মা-ছেলের মৃত্যু 
X
Fresh