• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

বাণিজ্য মন্ত্রণালয়ের ভুয়া ওয়েবসাইট খোলায় গ্রেপ্তার ১

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২১ নভেম্বর ২০২০, ১৩:৩০
Arrested for opening, a fake website of the Ministry, rtv news
গ্রেপ্তার মো. জলিল

পণ্য ছাড়াতে বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটের আদলে ভুয়া ওয়েবসাইট খুলে জালিয়াতি মামলার প্রধান আসামি মো. জলিলকে গ্রেপ্তার করেছে সিআইডি।

আজ শনিবার দুপুরে সিআইডির বিশেষ পুলিশ সুপার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আমদানিকারক প্রতিষ্ঠান সিয়াম এন্টারপ্রাইজের মালিক জলিলকে গতকাল শুক্রবার বিকেলে ঢাকার চকবাজার থেকে আটক করে চট্টগ্রাম নিয়ে আসা হয়।

তিনি জানান, সিয়াম এন্টারপ্রাইজ চিনাবাদাম এবং অলিভ ওয়েলের আমাদানির ঘোষণা দিয়ে তারা প্রায় ২১ টন শিশু খাদ্য আমদানি করে। যা আমদানি করতে হলে বাণিজ্য মন্ত্রণালয়ের ছাড়পত্র প্রয়োজন।

কিন্তু ছাড়পত্র নিলে বড় অংকের শুল্ক দিতে হবে প্রতিষ্ঠানটিকে। তাই শুল্ক ফাঁকি দিতে তারা বাণিজ্য মন্ত্রণালয়ের নামে একটি ভুয়া ওয়েবসাইট তৈরি করে জালিয়াতির মাধ্যমে ছাড়পত্র নেয়। পরে কাস্টমসে ভুয়া ওয়বসাইট ব্যবহার করে ছাড়পত্র নেয়ার বিষয়টি ধরা পড়ে। মূলত শুল্ক ফাঁকি দিতেই তারা জালিয়াতি করে বলেও জানায় সিআইডি। এই ঘটনায় চট্টগ্রাম কাস্টমস হাউজের সহকারী রাজস্ব কর্মকর্তা সুজয় দেবনাথ বাদী হয়ে গেলো ২১ নভেম্বর বন্দর থানায় মামলা দায়ের করেন। এর আগে এই মামলায় পাঁচ আসামিও আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন । সিআইডির পুলিশ সুপার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইভ্যালির রাসেল-শামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
টাঙ্গাইলে ফেনসিডিলসহ চার মাদক কারবারি গ্রেপ্তার 
জাল টাকা তৈরি চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৩
অবশেষে সেই অভিযুক্ত প্রেমিক সেলিম গ্রেপ্তার
X
Fresh