• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বাবার শখ পূরণ করতে হাতি-ঘোড়ার বহর নিয়ে কনের বাড়িতে বর

মেহেরপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২১ নভেম্বর ২০২০, ১৩:১১
To fulfill his father's hobby, the groom came to the bride's, rtv news
মেহেরপুরের গাংনীতে হাতিতে চড়ে বিয়ে করতে যাচ্ছেন তুলিপ

মেহেরপুরের গাংনীতে হাতিতে চড়ে বিয়ে করতে গেছেন তুলিপ নামের এক বর। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের মুন্সীপাড়া থেকে হাতির পিঠে বর, ঘোড়া ও গরু মহিষের গাড়িতে বরযাত্রীর বহর নিয়ে সদর উপজেলার মদনাডাঙ্গা গ্রামের আকছেদ আলীর মেয়ে সানজিদা আক্তার শাওনকে বিয়ে করতে যান।

তুলিপ হাসান গাড়াডোব মুন্সিপাড়ার ময়নাল হকের ছেলে। এ ব্যতিক্রমী বিয়ে দেখতে রাস্তার দুই পাশে ভিড় করেছে উৎসুক জনতা।

বর তুলিপ হাসান বলেন, বিয়ে নিয়ে মানুষের অনেক জল্পনা-কল্পনা থাকে। সকলেই ব্যতিক্রম কিছু করতে চায়। বাবার শখ পূরণের জন্য হাতিতে চড়ে বিয়ে করতে এসছি।

বরের স্বজন ও ধানখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আখেরুজ্জামান আরটিভি নিউজকে জানান, করোনা পরিস্থিতির কথা চিন্তা করে এ ধরনের উদ্যোগ নেয়া ঠিক হয়নি।

তবে বরের পিতা ময়নাল হকের শখ পূরণে অল্পসংখ্যক লোকজন নিয়ে স্বল্প পরিসরে এ বিয়ের আয়োজন করা হয়েছে। বর্তমানে সবকিছুতে আধুনিকতার ছোঁয়া থাকলেও এ ব্যতিক্রমধর্মী বিয়ে পুরাতন ঐতিহ্যকে স্মরণ করিয়ে দিয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অভিষেককে গোপনে বিয়ে, আত্মহত্যা করতে গিয়েছিলেন জাহ্নবী
ফেক আইডিতে প্রেম, দেখা করতে গিয়ে যুবক ধরা
পাঁচ ম্যাচেই শাহিন অধ্যায়ের সমাপ্তি, বাবরের দ্বিতীয় শুরু
পায়ুপথে ৭০ লাখ টাকার সোনা!
X
Fresh