logo
  • ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০, ১১ অগ্রহায়ণ ১৪২৭

বেলুন ফোলানোর সময় বিস্ফোরণ, নিহত ২

বেলুন ফোলানোর সময় বিস্ফোরণ, নিহত ২
ফাইল ছবি
বরিশালের ভোলায় গ্যাস সিলিন্ডার দিয়ে বেলুন ফোলানোর সময় বিস্ফোরণে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

শুক্রবার (২০ নভেম্বর) রাত ৯টার দিকে বোরহানউদ্দিন উপজেলা মানিকা ইউনিয়নের বাটামারা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- হাসানাইন (২০) ও নীরব (৩৫)। নীরবের বাড়ি ভোলা এবং হাসনাইনের বাড়ি বোরহানউদ্দিন উপজেলায় বলে জানা গেছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি নেয়া হয়েছে।  

পু‌লিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যার পর থেকে নসুর দোকান এলাকায় ওই নীরব নামে ওই বেলুন বিক্রেতা বেলুন বিক্রি কর‌ছিলেন। রাত সাড়ে ৯টার দি‌কে বেলুন ফোলা‌নো গ‌্যা‌সের সি‌লিন্ডার বি‌স্ফোরণ হয়ে বিক্রেতা ও পথচারীর ঘটনাস্থলেই মারা যান।

বোরহানউদ্দিন থানার ওসি মো. মাজাহারুল আমিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করা হয়েছে।

এসএস

RTVPLUS