• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

জেলেদের জালে ২৫ কেজি ওজনের বাঘাইড়

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২০ নভেম্বর ২০২০, ১৫:৪৪
Tigers weighing, 25 kg in fishermen's nets at Rajbari, rtv news
ছবি সংগৃহীত

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটের কাছে পদ্মা নদীতে ২৫ কেজি ওজনের বিশাল একটি বাঘাইড় মাছ আজ শুক্রবার জেলের জালে ধরা পরেছে। গোয়ালন্দের পদ্মায় ইলিশ জেলেদের জালে ধরা না পরলেও প্রতিদিনই বড় বড় বাঘাইড়, পাঙ্গাশ, বোয়াল, রুই ও চিতল মাছ ধরা পরছে। এতে জেলারা মহা খুশি। কারণ সারা দিন পদ্মায় জাল ফেলে ছোট সাইজের ২-৩টির বেশি ইলিশ ধরা পরছে না। তাতে তিন-চার জন জেলের ভাগে মাত্র ১০০ টাকার বেশি জোটে না। আর ফেরিঘাটের কাছে জাল ফেলে কম সময়ে কম পরিশ্রম করেই জেলেরা প্রতিদিনই বড় বড় এসব মাছ শিকার করে অনেক বেশি দামে বিক্রি করতে পারছে। তাই এখন জেলে তাদের ইলিশ মাছ ধরার জাল ফেলে দিয়েছে। আর তারা বেড় জাল দিয়ে বড় বড় এসব মাছ ধরছে। তবে গোয়ালন্দের পদ্মায় ইলিশের মত পাঙ্গাশেরও সুনাম রয়েছে সুদূর সময় থেকেই।

তেমনিভাবে শুক্রবার রাজবাড়ীর দৌলতদিয়ার পদ্মা নদীতে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের একটি বাঘাইড়। দৌলতদিয়া ছয় নম্বর ফেরিঘাটের অদূরে অসেল হালদার নামে এক জেলের জালে বিশাল আকৃতির এই মাছটি ধরা পড়ে।

বিষয়টি নিশ্চিত করে জেলে অসেল হালদার আরটিভি নিউজকে বলেন, প্রতিদিনের মতো শুক্রবার ভোর রাতে সহযোগীদের নিয়ে পদ্মায় মাছ শিকার করতে যাই। সকালের দিকে জাল তুলতেই মাছটি ভেসে ওঠে। মাছটি নিয়ে দৌলতদিয়া মৎস্য আড়তে পৌঁছাতেই স্থানীয় মৎস্য আড়তদার চান্দু মোল্লার নজরে আসে। নদীতে বড় বাঘাইড় মাছ ধরা পড়ার খবর পেয়ে ছুটে আসেন কয়েকজন ব্যাপারী। নিলামে উঠালে সর্বোচ্চ ৯০০ টাকা কেজি দরে মোট ২২ হাজার ৫০০ টাকা দিয়ে মাছটি কিনে নেন মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা।

দৌলতদিয়া ঘাটের স্থানীয় মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, মাছটি ২৫ থেকে ২৬ হাজার টাকায় বিক্রি করব বলে আশা করছি। মাছটি কিনেই ছবি তুলে আমি ফেসবুকে পোস্ট দিয়েছি। ইতোমধ্যেই কয়েক জায়গা থেকে ফোন আসছে। যে বেশি দাম করবে তার কাছে বিক্রি করব।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদপুরে ৬ লাখ টন ইলিশ উৎপাদনের সম্ভাবনা
কাপ্তাই হ্রদে ৩ মাস মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরু
জালে ধরা পড়ল ৪০০ কেজি ওজনের ‘তলোয়ার’ মাছ
মাছের ঘেরে ডুবে ভাই-বোনের মৃত্যু
X
Fresh