• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মহেশপুর সীমান্ত থেকে নারী-শিশুসহ আটক ৭

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২০ নভেম্বর ২০২০, ১৪:২৪
6 detained including, women and children, rtv news
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে নারী ও শিশুসহ আটক ব্যক্তিরা

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় নারী ও শিশুসহ সাতজনকে আটক করেছে বিজিবি।

গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার চাপাতলা গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- বাগেরহাট সদর উপজেলার পাটেরপাড় গ্রামের মৃত শেখ আজিজের ছেলে আলমাস শেখ (৩৭), শেখ আফজাল (৩০), আলমাস শেখের স্ত্রী রেশমা বেগম (৩০), শেখ আফজালের স্ত্রী মিম বেগম (২২), ছেলে রবিউল ইসলাম (৬), আলমাস শেখের মেয়ে রিমা আক্তার (৪) ও পিরোজপুরের নাজিরপুর গ্রামের গাফফার খানের মেয়ে রোমানা আক্তার (২৪)।

আজ সশুক্রবার সকালে বিজিবির পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়।

৫৮-বিজিবির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান খান জানান, কয়েকজন বাংলাদেশি সীমান্ত পার হয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মহেশপুর থানায় মামলা দায়ের করে আটককৃতদের থানায় সোপর্দ করা হয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নাবালকেরা সামাজিকমাধ্যম ব্যবহার করতে পারবে না
সেতু থেকে খাদে পড়ে ৪৫ বাসযাত্রীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল শিশু 
শিশু অপহরণ করে বিক্রি করতো চক্রটি
এক পা নিয়ে জন্ম নিলো শিশু, পরিবারের পাশে জেলা প্রশাসন
X
Fresh