• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

জীবননগর সীমান্তে ভারতে প্রবেশকালে তিন বাংলাদেশি আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২০ নভেম্বর ২০২০, ১২:৫২
Three Bangladeshis, detained while entering India, rtv news
ভারতে প্রবেশের সময় শিশুসহ আটক তিন বাংলাদেশি

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় এক শিশুসহ তিনজন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ বৃহস্পতিবার ভোরে জীবননগর উপজেলার বেনীপুর সীমান্তের ৬১ নম্বর মেইন পিলার এবং ৯ নম্বর সাব পিলারের থেকে একশ গজ বাংলাদেশের অভ্যন্তরে বৃত্তিপাড়া মাঠে মেহগনি বাগানের ভেতর থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো- বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার পূর্ব চিপাবারইলাখী গ্রামের মৃত ইমাম হাওলাদারের ছেলে রাজ্জাক হাওলাদার (২৯), তার স্ত্রী সুমনা আক্তার (২৪) এবং তাদের দুই মাসের শিশু কন্যা জয়া আক্তার। আটককৃতদেরকে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর মোহাম্মদ মেহেদী হাসান খাঁন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, কয়েকজন অবৈধভাবে বেনীপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় বেনীপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা। এ সময় বৃত্তিপাড়া মাঠে মেহগনি বাগানের ভেতর থেকে এক শিশুসহ তিন বাংলাদেশিকে আটক করা হয়। পরে আটককৃতদের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের করে তাদের সোপর্দ করেছে বিজিবি।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মিয়ানমার থেকে দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি
জয়পুরহাটে ১৬ স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক
দুই সহোদরকে পিটিয়ে হত্যা : ফরিদপুরে বিজিবি মোতায়েন
মিয়ানমারের কারাগার থেকে দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি
X
Fresh