• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

জমি সংক্রান্ত বিরোধে গৃহ শিক্ষককে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার, নরসিংদী, আরটিভি নিউজ

  ১৯ নভেম্বর ২০২০, ১২:৩৯
Home teacher, hacked to death, rtv news
ব্রাহ্মণবাড়িয়া

নরসিংদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক গৃহ শিক্ষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

গতকাল বুধবার রাত ১০টার দিকে পৌর শহরের ইউএমসি জুট মিল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত গৃহ শিক্ষকের নাম রাসেল মৃধা (৩৫)। তিনি শিবপুর উপজেলার বাঘাবো এলাকার হানিফ মৃধার ছেলে।

নিহত রাসেলের ভাই তারেক জানান, গেলো ১৭ বছর ধরে আমাদের পরিবারের সঙ্গে একই এলাকার বাসিন্দা বেলায়েতের জমি সংক্রান্ত বিষয় নিয়ে দ্বন্দ্ব চলে আসছিলো। এ নিয়ে আদালতে পাল্টাপাল্টি মামলা চলছে। সম্প্রতি মামলাটি রায়ের অপেক্ষায় রয়েছে। এর জের ধরে প্রতিপক্ষের লোকজন গতকাল বুধবার সন্ধ্যার পর রাসেল টিউশনি শেষ করতে শিবপুর থেকে নরসিংদী ইউএমসি জুট মিল এলাকায় যান। টিউশনি শেষে বাড়ি ফেরার পথে ইউএমসি জুটি মিল এলাকায় পৌঁছালে প্রতিপক্ষের লোকজন তাকে এলোপাথাড়ি কুপিয়ে রেখে পালিয়ে যান। পরে আশপাশের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নরসিংদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার দত্ত জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি নিয়ে ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ’
প্রাথমিকের শেষ ধাপের পরীক্ষা শুক্রবার, মানতে হবে যেসব সতর্কতা
‘ইসরায়েলি ভাস্করের পুরস্কার নিয়ে গণহত্যাকে সমর্থন করেছেন ড. ইউনূস’
গাজায় গণহত্যা চলছেই, যুদ্ধবিরতির প্রস্তাব মানছে না ইসরায়েল
X
Fresh