logo
  • ঢাকা মঙ্গলবার, ০১ ডিসেম্বর ২০২০, ১৬ অগ্রহায়ণ ১৪২৭

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৯ নভেম্বর ২০২০, ১০:৫৭
আপডেট : ১৯ নভেম্বর ২০২০, ১১:৫০

ধানবোঝাই ট্রলি খাদে: মৃতের সংখ্যা বেড়ে ৮

ধানবোঝাই ভটভটি খাদে: মৃতের সংখ্যা বেড়ে ৮
ধানবোঝাই ভটভটি খাদে: মৃতের সংখ্যা বেড়ে ৮
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদের পাশে ধানবোঝাই ট্রলি খাঁদে পড়ার ঘটনায় আরও একজনের মৃতের খবর পাওয়া গেছে। এনিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়ালো। এ ঘটনায় আরও ৫ জন আহত রয়েছেন।  

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সোয়া ৬টার দিকে দায়পুকুরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বারিক বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন বলেন, হতাহতরা কৃষি শ্রমিক। বরেন্দ্র এলাকায় ধান কেটে মজুরি হিসেবে পাওয়া ধান নিয়ে ভটভটিতে করে তারা ফিরছিলেন।

শিবগঞ্জ ফায়ার স্টেশনের একজন কর্মকর্তা জানান, ওই ট্রলিতে ১৫ জনের মতো লোক ছিল। ধানের বস্তার ওপর বসেছিলেন তারা। রাস্তার এক পাশে ভাঙা ছিল, সেখানে চাকা পড়লে ভটভটি উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়।

নিহতদের মধ্যে সাতজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনা মসজিদের বালিয়াদিঘী গ্রামের নওসাদ আলীর ছেলে আবুল কাশেম, একই এলাকার ইমান আলীর ছেলে বাবু, তাজাকুল ও তার ছেলে মিঠুন, মো. কাবিলের ছেলে কায়েম, আমানুরের ছেলে শিশু, রেহেমানের ছেলে আতাউর রহমান। নিহতরা সবাই সোনামসজিদ বালিয়াদিঘী এলাকার বাসিন্দা।

আহতদের মধ্যে কয়েকজনকে শিবগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এসএস

RTVPLUS