logo
  • ঢাকা সোমবার, ৩০ নভেম্বর ২০২০, ১৫ অগ্রহায়ণ ১৪২৭

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৯ নভেম্বর ২০২০, ০৮:০০
আপডেট : ১৯ নভেম্বর ২০২০, ১১:০৫

ধানবোঝাই ট্রলি খাদে পড়ে ৭ শ্রমিক নিহত

চাঁপাইনবাবগঞ্জে ধানের ট্রলি উল্টে নিহত ৭
ফাইল ছবি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদের পাশে ধানবোঝাই ট্রলি খাঁদে পড়ে ৭ ধানকাটা শ্রমিক মারা গেছেন। এ ঘটনায় আরও ৬ জন আহত হয়েছেন।  

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সোয়া ৬টার দিকে দায়পুকুরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বারিক বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনা মসজিদের বালিয়াদিঘী গ্রামের নওসাদ আলীর ছেলে আবুল কাশেম, একই এলাকার ইমান আলীর ছেলে বাবু, তাজাকুল ও তার ছেলে মিঠুন, মো. কাবিলের ছেলে কায়েম, আমানুরের ছেলে শিশু, রেহেমানের ছেলে আতাউর রহমান। নিহতরা সবাই সোনামসজিদ বালিয়াদিঘী এলাকার বাসিন্দা।

আহতদের মধ্যে হামিদুল হক (৪০), নুরুল ইসলাম (৫০) ও আহাদ আলীকে (৩৫) শিবগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য তিনজনকে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) ফরিদ হোসেন জানান, ধান ভর্তি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাঁদে পড়ে যায়, এসময় ধানের বস্তার নিচে চাপা পড়ে ৭ ধানকাটা শ্রমিক মারা যায় ও ৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

ওসি আরও জানান, নিহত ও আহতরা সবাই ধানকাটা শ্রমিক, তারা ক্ষেতের ধান কেটে বাড়ি ফিরছিল।

এসএস

RTVPLUS