• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নারায়ণগঞ্জে ৩ ক্লিনিকে সিলগালা

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৮ নভেম্বর ২০২০, ২০:২৪
Sealed, 3 clinics in Narayanganj, rtv news
নারায়ণগঞ্জ

অনুমোদন না থাকা ও নানা অনিয়মের কারণে নারায়ণগঞ্জে শহরের খানপুর এলাকার আশশিফা ডায়াগনোস্টিক সেন্টার অ্যান্ড জেনারেল হাসপাতাল, নিউ সম্রাট জেনারেল হাসপাতাল ও নবাব সলিমুল্লাহ সড়কের সোহেল জেনারেল হাসপাতাল সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময়ে তিন প্রতিষ্ঠানকে দুই লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ বুধবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নূসরাত আরা খানম ও মানজুরা মুশাররফের নেতৃত্বে এ অভিযানে জেলা সিভিল সার্জন অফিসের ডা. আনোয়ার হোসেন, ডিবি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ পারভেজ চৌধুরী উপস্থিত ছিলেন।

ডিবি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ পারভেজ চৌধুরী জানান, এই ধরনের ক্লিনিক গুলোতে প্রতারণা করে রোগীদের নিয়ে আসা হয়। তারা রোগীদের এই বলে আশ্বাস দেয় যে তাদের ওই খানে ভালো ডাক্তার আছে, এবং লাইসেন্স নিয়ে বৈধ ভাবে তারা ব্যবসা পরিচালনা করছে। তাদের ক্লিনিকে টেকনোজিস্ট আছে বলে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসেছ। কিন্তু আমরা এসে দেখি এখানে নিয়মিত ডাক্তার বসে না। একইসঙ্গে তাদের লাইসেন্স নাই।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নারায়ণগঞ্জে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
নারায়ণগঞ্জে বাসের ধাক্কায় পুলিশ সদস্য নিহত
নারায়ণগঞ্জে ২ পক্ষের সংঘর্ষ, শিশুসহ গুলিবিদ্ধ ৮
নারায়ণগঞ্জে কাঁচাবাজারে আগুন, ২০০ দোকান পুড়ে ছাই
X
Fresh