• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

শীতের সবজি বাজারে এলেও দাম নাগালের বাইরে

স্টাফ রিপোর্টার, রাজশাহী, আরটিভি নিউজ

  ১৮ নভেম্বর ২০২০, ১৪:৪৭
Even though winter, vegetables come in the market, rtv news
ছবি সংগৃহীত

রাজশাহীর বাজারে শীতের নতুন সবজি উঠলেও দাম কমেনি। সব ধরনের সবজি বিক্রি হচ্ছে সেই আগের দামেই। নতুন সবজি বাজারে উঠলেও দামের কোনও পরিবর্তন হয়নি। বরং নতুন সবজি অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে। এতে নতুন সবজির ধারের কাছে যেতে পারছেন না সাধারণ মানুষ। পুরাতন আলু বিক্রি হচ্ছে সেই আগের দামেই।

রাজশাহীর বাজারে পুরোনো আলু প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০টাকা, নতুন সবজির মধ্যে ফুলকপি ৬৫ টাকা থেকে ৭০ টাকা, বাঁধা কপি ৪০ টাকা থেকে ৪৫ টাকা পিস, সিম ৭০ টাকা, টমেটো ১২০ টাকা, কাঁচা মরিচ ১৫০ টাকা, মুলা ৩০ থেকে ৩৫ টাকা, শশা ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লাল শাক, পুঁই শাক ৪০ টাকার নিচে মিলছে না। তবে পেঁয়াজের দাম কিছুটা কমেছে। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকার মধ্যে।

এদিকে ক্রেতারা বলছেন বাজার মনিটরিং না থাকার জন্য দাম কমছে না। আর বিক্রেতারা বলছেন, এখনও রাজশাহীর বাজারে শীতের পর্যাপ্ত সবজি আসেনি। যার কারণে এখনও দাম কমেনি। এছাড়াও শ্রমিকের মজুরি বেশি হওয়ার কারণে সবজির দাম কমছে না।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে : কৃষিমন্ত্রী
সবজির বাজার চড়া, কমেনি মুরগির দাম
মন্ত্রীর আত্মীয় বলে ছাড় পাবে না : পলক
ইরানে ইসরায়েলি হামলা, লাফিয়ে বাড়ল তেল ও স্বর্ণের দাম
X
Fresh