• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

যুবলীগ কর্মী হত্যার আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৭ নভেম্বর ২০২০, ১৭:২৯
Accused of killing, Juba League activist, rtv news
গ্রেপ্তার রমজান আলী

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় যুবলীগ কর্মী মারুফ চৌধুরী হত্যা মামলা প্রধান আসামি মো. রমজান আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ এলাকার একটি আবাসিক হোটেল থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ডবলমুরিং থানার ওসি সন্দীপ কুমার দাশ।

তিনি বলেন, গোপন সংবাদ ও প্রযুক্তির সহায়তায় আশুগঞ্জে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গেলো ১২ নভেম্বর বাসা থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করা হয় যুবলীগ কর্মী মারুক চৌধুরীকে।

পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মারুফ চৌধুরী। মারুফের মৃত্যুর পর তার বড় বোন রোজি চৌধুরী বাদী হয়ে ডবলমুরিং থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় রমজান, আগ্রাবাদ এলাকার কিশোরগ্যাং লিডার মোস্তফা কামাল টিপুসহ মোট সাতজনকে আসামি করা হয়।

বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ডবলমুরিং থানার ওসি ।

গ্রেপ্তার মো. রমজান আলী ডবলমুরিং থানাধীন কমার্স কলেজ রোডের মতিয়ারপুল এলাকার মো. আক্তারের ছেলে। রমজান মারুফ হত্যা মামলার এক নম্বর আসামি।

জেবি/এম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
টাঙ্গাইলে ফেনসিডিলসহ চার মাদক কারবারি গ্রেপ্তার 
ধানখেতে পড়ে ছিল যুবকের মরদেহ
কাভার্ডভ্যানের ধাক্কায় যুবক নিহত
X
Fresh