logo
  • ঢাকা মঙ্গলবার, ০১ ডিসেম্বর ২০২০, ১৬ অগ্রহায়ণ ১৪২৭

নো মাস্ক নো সার্ভিস

No mask, no service, rtv news
মাস্ক
পাবনা জেলা প্রশাসনের উদ্যোগে ‘নো মাস্ক নো সার্ভিস’ শীর্ষক সচেতনতামূলক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে স্থানীয় অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরির সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, জেলা প্রশাসক কবীর মাহমুদ, পুলিশ সুপার শেখ রফিকুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা, এনজিও ও সামাজিক প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধন চলাকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক ও সাবান বিতরণ করা হয়। এ সময় বক্তারা করোনা থেকে নিজেদের সুরক্ষায় সকলকে মাস্ক ব্যবহার করতে অনুরোধ জানান। মাস্ক ছাড়া কাউকে কোনো ধরনের সার্ভিস দেওয়া হবে না বলে উল্লেখ করেন বক্তারা।

জেবি/এম 

RTVPLUS