• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

এক কাতলের দাম ১৯ হাজার ৫০০ টাকা

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৬ নভেম্বর ২০২০, ১৮:৫২
The price of one killer, is 19,500 rupees, rtv news
বিশালাকৃতির কাতল মাছটি হাতে জেলে

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে এক জেলের জালে ১৫ কেজি ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছে।

বিশালাকৃতির এই মাছটি একনজর দেখতে ঘাট এলাকায় ভিড় করে উৎসুক জনতা।

জেলে আনিস জানান, আজ সোমবার ভোরে দৌলতদিয়ার মাঝ পদ্মা নদীতে জাল ফেলে বিশালাকৃতির এই কাতল মাছটি ধরা পড়ে। পরে এটি দৌলতদিয়া মাছের আড়তে আনলে এক হাজার ২৫০ টাকা কেজি দরে কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা। জেলে আনিস জানায়, নদীতে এখন ইলিশ মাছ নেই। আগে শীতে সময় প্রচুর ইলিশ মাছ জালে ধরা পড়ত। কিন্তু এখন সেখানে রুই, কাতলা ও পাঙ্গাশ মাছ ধরা পড়ছে। তাতে জেলেদের কম সময়ে কম পরিশ্রম করে মাছ ধরে লাভ বেশি হচ্ছে।

দৌলতদিয়া ফেরিঘাট এলাকার স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, এক হাজার ২৫০ টাকা দরে কাতল মাছটি ১৯ হাজার ৫০০ টাকা দিয়ে কিনে নিয়েছি। পরে মাছটি ফোনে ঢাকায় একজন ব্যবসায়ীর কাছে ১ হাজার ৩০০ টাকা কেজি দরে বিক্রি করেছি দিয়েছি।

তিনি আরও জানান, এ বছর বর্ষার শুরু থেকে তার আড়তে এ পর্যন্ত শতাধিক বড় বড় রুই, কাতলা, পাঙ্গাশ ও বাঘাইড় মাছ বিক্রি হয়েছে। চলতি বছর ইলিশ সংরক্ষণ অভিযানের পর ইলিশ মাছ নদীতে নেই বল্লেই চলে। কিন্তু প্রতি দিনই জেলেরা পদ্মা নদীর দৌলতদিয়া ঘাটের আশপাশে জাল ফেলে বড় বড় মাছ শিকার করছে। এছাড়ও অনেকে বড়শি দিয়েও বড় বড় মাছ ধরছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৪ এপ্রিল)
নিহত চুয়েটের ২ শিক্ষার্থীর পরিবার পাবে ১০ লাখ টাকা 
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৩ এপ্রিল)
নওগাঁয় ৩ ক্লিনিকে অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা
X
Fresh