• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সিলেটে এক ফার্মেসিতে ৫০ ধরনের মেয়াদোত্তীর্ণ ওষুধ

সিলেট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৬ নভেম্বর ২০২০, ১৮:০৫
50 types of expired, medicines in one pharmacy, rtv news
ছবি আরটিভি নিউজ

সিলেটের টিলাগড় এলাকার শাহ কবির ড্রাগ হাউস নামের এক ফার্মেসিতে ৫০ ধরনের মেয়াদোত্তীর্ণ ওষুধ পেয়েছে ভোক্তা অধিকার। পরে ওই ড্রাগ হাউসের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

টিলাগড় এলাকার ওই ফার্মেসি অনেক দিন থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করে আসছিল বলে অভিযোগ ছিল। আজ বিকেলে টিলাগড়ের ওই ফার্মেসি থেকে দীর্ঘক্ষণ অভিযান শেষে বিভিন্ন ওষুধ কোম্পানির ওষুধ পাওয়া যায়।

এছাড়া একই এলাকায় অন্য আরেকটি মুদি দোকান দয়াল স্টোরে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর এ সময় এ দোকান থেকে মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়ায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সমগ্র দিন সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক মো. আমিনুল ইসলাম মাসুদ আরটিভি নিউজকে জানান, প্রতিদিনের মতো আজ সিলেট সিটির বিভিন্ন এলাকায় দোকান ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তিন লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিলেটে বিদ্যুৎকেন্দ্রে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
সিলেটে ২ মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ৩
কোম্পানীগঞ্জে রাস্তার পাশে পড়েছিল এক ব্যক্তির মরদেহ 
যেসব অঞ্চলে বৃষ্টির আভাস
X
Fresh