• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

বরিশাল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৬ নভেম্বর ২০২০, ১৪:৩৯
Road blockade of workers, demanding, rtv news
বরিশাল

আট মাসের বকেয়া বেতন পরিশোধ এবং বন্ধ মিল চালু করার দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ করেছে সোনারগাঁ টেক্সটাইলের শ্রমিকরা।

আজ সোমবার বেলা ১১টা থেকে ১২ টা পর্যন্ত বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখলে বরিশাল থেকে পটুয়াখালীগামী সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ সময় ব্যস্ত এই সড়কের দুই পাশে যানবাহনে দীর্ঘ লাইনের সৃষ্টি হয়।

পরবর্তীতে মালিকপক্ষের সঙ্গে বৈঠক করে পুলিশ প্রশাসনের আশ্বাসে এক ঘণ্টা পর সড়ক অবরোধ তুলে নেয় শ্রমিকরা।

এখানে শ্রমিকরা বলেন, তাদের বিকল্প কোনও কাজে ব্যবস্থা না করেই সোনরাগাঁ টেক্সটাইলের মালিক কারখানা বন্ধ করে দেয়।

আট মাস ধরে তারা বেতন না পেয়ে এখন মানবেতর জীবন যাপন করছে। যার কারণে বাধ্য হয়ে তারা সড়ক অবরোধ কর্মসূচি দিয়েছে।

তবে এ নিয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নূরুল ইসলাম আরটিভি নিউজকে বলেন, মালিকপক্ষের সঙ্গে কথা হয়েছে ডিসেম্বর মাসের মধ্যেই মিলটি পুরোটা চালু করবে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় সেপটিক ট্যাংকে নেমে ৩ শ্রমিকের মৃত্যু
পরিবহন শ্রমিক : আমাদের ক্ষোভ বনাম বাস্তবতা
শতভাগ কারখানায় বেতন-ভাতা পরিশোধ : বিজিএমইএ
৬০ হাজারের বেশি টাকা বেতনে চাকরি, বছরে ৩টি বোনাস
X
Fresh