• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

আমদানি করা পেঁয়াজ পড়ে আছে চট্টগ্রাম বন্দরে

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৬ নভেম্বর ২০২০, ১৪:১০
Imported onions are lying at Chittagong port,
আমদানি করা পেঁয়াজ পড়ে আছে চট্টগ্রাম বন্দরে

আমদানি করা বিপুল পরিমাণ পেঁয়াজ পড়ে আছে চট্টগ্রাম বন্দরে। বন্দর চত্বরে হিমায়িত কন্টেইনার ও খালাসের অপেক্ষায় প্রায় ২৯ হাজার টন পেঁয়াজ। আমদানিকারকরা বলছেন, বিভিন্ন দেশে থেকে একই সঙ্গে পেঁয়াজ আনায় দাম কমে গেছে, তাই খালাস করছেন না। যদিও বাজারে দাম কমার কোনো সুফল পাচ্ছেন না ক্রেতারা।

ভারত রপ্তানি বন্ধের পর বিশ্বের বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি শুরু করেন ব্যবসায়ীরা। গত ১৫ সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত মোট ১ লাখ ৪০ হাজার টন পেঁয়াজ আমদানির ঋণপত্র খোলা হয়।

অন্যদিকে উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের হিসেবে, গত রোববার পর্যন্ত প্রায় ৪৪ হাজার টন পেঁয়াজ খালাস করা হয়েছে। খালাসের অপেক্ষায় আরও ২৬ হাজার টন। যদিও লোকসানের ভয়ে বন্দর থেকে পেঁয়াজ খালাস করছেন না ব্যবসায়ীরা। আর আমদানি পর্যাপ্ত হলেও কম দামে পাচ্ছেন না ক্রেতারা।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. জাফর আলম বলেন, পণ্য খালাস না করলে দাম বাড়বে; যা গিয়ে পড়বে ভোক্তার উপর।

ভোক্তা পর্যায়ে দাম নিয়ন্ত্রণে মনিটিরংয়ের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিলিতে কমেছে পেঁয়াজ-কাঁচা মরিচের দাম
একাধিক পদে চট্টগ্রাম বন্দরে চাকরির সুযোগ
বাংলাদেশ ও আমিরাতে ভারতের পেঁয়াজ কূটনীতি
রাজবাড়ীতে ‘কালো সোনা’ পেঁয়াজ বীজ চাষে স্বপ্ন দেখছে কৃষক
X
Fresh